আন্তর্জাতিক ডেস্ক : তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে নিখোঁজ রয়েছে ১০ জন। খবর আল-জাজিরার।
তিউনিশিয়ার কর্মকর্তারা জানিয়েছে, স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটা উপকূল থেকে নৌকাটি ডুবে গেছে। তবে দেশটির কোস্টগার্ড এরই মধ্যে ২০ জনকে উদ্ধার করেছে।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীরা। আর এর প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠছে স্ফ্যাক্স।
তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করে ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে সাম্প্রাতিক মাসগুলোতে শত শত মানুষ মারা গেছে। কারণ তিউনিশিয়া ও লিবায়া থেকে এই রুটে ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে।
তিউনিসিয়ায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় করে ইউরোপে ভ্রমণ করে।