শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। এদিন ফু-ওয়াং ফুডের শেয়ার ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে অবস্থান করছে।
এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৯ হাজার ২৯৯ বারে ১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ১৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লুব-রেফবিডি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক অ্যাক্সেসরিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড,ইয়াকিন পলিমার, ঢাকা ডাইং, জেনারেশন নেক্সট ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ