November 23, 2024 - 2:50 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিআমাদেরও একদফা, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়: ওবায়দুল কাদের

আমাদেরও একদফা, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়: ওবায়দুল কাদের

spot_img

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের একদফা শেখ হাসিনার অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির খবর জানেন? তাদের একদফা জানেন? একদফা হলো- শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা একটা-শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার আমলেই হবে, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে।

বুধবার (১২ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ যে নেতৃত্বের সততাকে পছন্দ করে, যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে, পরিশ্রম ও সততাকে পছন্দ করে, যিনি সারারাত জেগে মানুষের কথা ভাবেন, রাত ২টায়ও ফোন করে যাকে পাওয়া যায়, এমন নেতাকে আমরা হারাতে পারি না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এক দফা, সংবিধানের নিয়ম অনুসারে নির্বাচন হবে। নির্বাচন সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ঢাকায় বিদেশি বন্ধুরা আসছে। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা চান ফেয়ার ইলেকশান। আমাদেরও লক্ষ্য ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। যারা এই ফেয়ার ইলেকশনে বাধা দিতে আসবে তাদের আমরা বাধা দেব।’

উন্নয়নের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, ‘যাদের দেশের উন্নয়ন পছন্দ নয়, তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। ২০৪১ সালে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। বিএনপিও অনেক স্বপ্ন দেখেছিল। আজকেও কাঁথা-বালিশ নিয়েছিল, অনেক লোক আনার চেষ্টা করেছে। তাদের স্বপ্ন ওই ডিসেম্বরে মরে গেছে। আরেক স্বপ্ন দেখছে, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার।’

পল্টনে বৃষ্টির পানিতে বিএনপির এক দফা আটকে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, বিএনপির বিরুদ্ধে। দুর্নীতি, সাম্প্রদায়িক, জঙ্গিবাদ, অর্থপাচার ও লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপোষ করবে না। আমার মায়ের কোল যারা খালি করেছে, যারা আমার দেশের মানুষকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো আপোষ নেই।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

এর আগে, দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

আরও পড়ুন:

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির ১ দফা ঘোষণা ফখরুলের

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত: আরো ৩০...

বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহটিতে...

নতুন সিইসি ও ইসিদের শপথ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য ৪ নির্বাচন কমিশনার (ইসি) আগামীকাল রোববার দুপুরে শপথ নিচ্ছেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম...

দেশের যেসব অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : শীতের মৌসুমি বায়ু প্রবেশের পর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে।...

বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ, আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকালে বৈরুতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে...

আরও বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই সবজিতেও

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাজারে আলুর দাম আরও বেড়েছে। গত সপ্তাহে দুই দফা বেড়ে হয়েছে প্রতি কেজি ৮০ টাকা, যা আগে ছিল ৭০ টাকা। আর...

‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে একঝাঁক তারকাসহ শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা গত ১৫ নভেম্বর দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একইসঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে। ২২...

এনার্জিপ্যাকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি...