October 7, 2024 - 3:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকইউক্রেনে সাঁজোয়া যান পাঠাবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে সাঁজোয়া যান পাঠাবে যুক্তরাষ্ট্র

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সাঁজোয়া যান পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

বাইডেনের কাছে সাংবাদিকরা জানতে চান ইউক্রেনকে সাঁজোয়া জাযান দেওয়ার বিষয়টি টেবিলে আছে কি না। এ সময় বাইডেন বলেন, হ্যাঁ আছে।

মূলত সৈন্যদের যুদ্ধক্ষেত্রে পরিবহনের জন্য এই ধরনের সাঁজোয়া যানের নকশা করা হয়। সেনাসদর রক্ষায় বিভিন্ন অস্ত্রে সজ্জিত থাকে এটি। শত্রুদের লক্ষ্য করে হামলাও পরিচালনা করা যায়।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য আগামীতে যে নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করা হবে, সেখানে এ ধরনের যান অন্তর্ভুক্ত থাকবে।

গত মাসে যুক্তরাষ্ট্রে সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি মার্কিন প্রশাসনকে ভারী অস্ত্র দেওয়ার জন্য আহ্বান জানান। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন পদক্ষেপ আসতে যাচ্ছে।

তাছাড়া কিয়েভের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দিতে পারে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে।

জো বাইডেন জেলেনস্কিকে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ততদিন ইউক্রেনের সঙ্গে রয়েছে। এসময় জেলেনস্কিকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনি একা নন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ