January 12, 2026 - 8:38 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যআইপি জালিয়াতির মাধ্যমে আমদানি করা ১১ কোটি টাকার ফেব্রিক আটক

আইপি জালিয়াতির মাধ্যমে আমদানি করা ১১ কোটি টাকার ফেব্রিক আটক

spot_img

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ইমপোর্ট পাস (আইপি) জালিয়াতি করে বন্ড সুবিধায় আমদানিকৃত ৪ কনটেইনার ফেব্রিক (কাপড়) আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আটক ৪ কনটেইনারে ১০৮ টন ৪৭০ কেজি কাপড় রয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৩ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৪৪৪ টাকা এবং আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৩৩২ টাকা।

৪টি চালানের মধ্যে ৩টি বিএলের (বিল অব লেডিং) শিপিং এজেন্ট এমসিসি ট্রান্সপোর্ট (মার্সক বাংলাদেশ লিমিটেড) এবং একটি বিএলের শিপিং এজেন্ট ইউরোম্যাক্স লজিস্টিক্স লিমিটেড।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধায় আমদানিকৃত ফেব্রিকের একটি চালান গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রামের হালিশহর এলাকার সিএন্ডএফ এজেন্ট স্পিডওয়ে লজিস্টিকসের ভাড়াকৃত গুদাম থেকে আটক করা হয়। চালানটি সাভার ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেডের নামে আমদানিকৃত। ওইসময় আটক ১০৭ টন ২৬০ কেজি ফেব্রিকের আনুমানিক বাজারমূল্য ছিল ১০ কোটি টাকা। পরে গত ২০ অক্টোবর স্পিডওয়ে লজিস্টিকসের স্বত্বাধিকারী মো. খসরুল আলম আকনসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হালিশহর থানায় চোরাচালান ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি বন্ড কমিশনারেটেও মামলা করা হয়।

ওই অভিযানের সূত্র ধরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেডের নামে আরও একটি ফেব্রিকের চালান চট্টগ্রাম বন্দরে এসেছে। শিপিং এজেন্ট ৪ কনটেইনারে কাপড়ের চালানটি বন্দরে আনার পর খালাস স্থগিত করে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখার কর্মকর্তা ও বন্দর প্রতিনিধির উপস্থিতিতে কনটেইনার ৪টি কিপডাউন করে কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ৪ কনটেইনারে ১০৮ টন ৪৭০ কেজি ফেব্রিক পাওয়া যায়।

প্রাথমিকভাবে পাওয়া ডকুমেন্ট পর্যালোচনা করে চালানটি আমদানিকারক গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড এবং সংশ্লিষ্ট লোকজনের যোগসাজশে শুল্ক ফাঁকি দিয়ে বন্ড সুবিধায় আমদানি করা হয়েছে বলে জানা যায়। তবে আমদানিকারক প্রতিষ্ঠান কোনো কাঁচামাল আমদানি করেনি বলে শুল্ক গোয়েন্দাদের জানিয়েছে। মূলত বন্ড সুবিধায় কাপড় আমদানি করে এসব পণ্য রপ্তানিযোগ্য পোশাক তৈরি না করে চোরাইপথে খোলা বাজারে বিক্রি করছিল। আটক চালানটির কোনো সেলস কন্ট্রাক্টও ছিল না বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, আগে আটক একটি চালানের সূত্র ধরে চট্টগ্রাম বন্দর থেকে খালাসের আগেই চার কনটেইনারে আমদানি করা ১০৮.৪৭ টন ফেব্রিক আটক করা হয়েছে। আটক চালানটির কোনো এলসি কিংবা সেলস কন্ট্রাক্টও পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে বাদ দিয়ে অবৈধভাবে চালানটি আমদানি করা হয়েছে।’

‘রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানার নামে বেপজা থেকে ইমপোর্ট পারমিট (আইপি) নিয়ে শিল্পে কাঁচামাল আমদানি করার ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খুলতে হয় না। কিন্তু কাঁচামাল রপ্তানিকারকের বিল পরিশোধের জন্য কোনো ব্যাংকের দ্বারস্থ হতে হয় আমদানিকারকে। সেক্ষেত্রে এলসি না থাকলেও সংশ্লিষ্ট ব্যাংকে সেলস কন্ট্রাক্ট জমা দিতে হয়। কিন্তু আটককৃত চালানে কোনো সেলস কন্ট্রাক্ট পাওয়া যায়নি। যে কারণে কাপড়ের চালানটি কারা আমদানি করেছে প্রাথমিক পর্যায়ে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে শুল্কায়নযোগ্য যে মূল্য টাকা দেখানো হয়েছে, তা ব্যাংকিং চ্যানেলে রপ্তানিকারককে পরিশোধ করা হয়নি।’

ধারণা করা হচ্ছে ফেব্রিকের চালানের পুরো টাকাটাই পাচার করা হয়েছে। এখন চালানটি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে শিপিং এজেন্টের নাম পাওয়া গেছে। পুরো চালানে কারা জড়িত তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে কাস্টমস আইন ও মানি লন্ডারিং আইনে ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বন্ড সুবিধার অপব্যবহার করে আনা চালানটির যারাই আমদানি করেছে তাদের শুল্কায়নযোগ্য মূল্যের ওপর ৩০০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

কর্পোরেট সংবা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী...

এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত...

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮)...

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির...

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ...

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায়...

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান...

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা...