October 7, 2024 - 9:29 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি নেতা রঞ্জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি নেতা রঞ্জন গ্রেপ্তার

spot_img

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুঁমকি সম্বলিত স্লোগান দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনিপর যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সদর থানার ধানবান্ধি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুমন দাস জানান, শুক্রবার বিকেলে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মঞ্চে স্বাগত জানিয়ে স্লোগান দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন। স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে রঞ্জন বলেন,এই লড়াই হাসিনা মারার, এই লড়াইয়ে জিততে হবে।, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির এ সমাবেশের আয়োজন করে।

পুলিশ কর্মকর্তা সুমন দাস আরও জানান, পরবর্তীতে বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদ শুরু হলে স্লোগানটি ভাইরাল হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমদে বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন। রাতেই ধানবান্ধি থেকে মামলার আসামি রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বক্তব্য রাখেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ