নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানী ওয়ালটন হাই টেক ইন্ড্রাস্ট্রিজের অন্যতম পৃষ্ঠপোষক পরিচালক আশরাফুল আলম ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পুঁজিবাজারের বর্তমান শেয়ার মূল্যে এক লক্ষ শেয়ার বিক্রি করার ইচেছ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট, পরিচালকের অধীনে আছে সর্বমোট ৬ কোটি ৫৯ লক্ষ ১০ হাজার ১০৮ টি শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। উক্ত শেয়ার বিক্রি আগামী ৩০ দিনে সমপন্ন হবে।
পর্যবেক্ষনে দেখা গেছে, কোম্পানিটি ৬০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ২০২০ সালে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ৩০ জুন, ২০২১-২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার হোল্ডারদেরকে নগদ লভ্যাংশ ২৫০ শতাংশ, ২০২০-২১ অর্থ বছরে ২৫০ শতাংশ, ও ২০১৯-২০ এ নগদ লভ্যাংশ ২০০ শতাংশ শেয়ার করেছে।
শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ২০২১ সালে ৩১১.৫৯ টাকা ও ২০২২ সালে ৩৩৪.৬৮ টাকা। যা এক বছরে ৬.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ওয়ালটন হাই টেক ইন্ড্রাস্ট্রিজ কোম্পানির ক্যাটাগরী ”এ” এবং ইঞ্জিয়িারিং সেক্টরের।
সম্পৃতি, দীর্ঘ মেয়াদে কোম্পানিটি ”এএএ” ও স্বল্প মেয়াদে ”এস টি-১” রেটিং পেয়েছে। কোম্পানিটি ডিএসই কর্তৃক ক্রেডিট রেটিং প্রাপ্ত কোম্পানির অর্ন্তরভুক্ত।
কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ৩০২ কোটি ৯২ লক্ষ ৮ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৩০ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৩ শত ৪৩ টি।
তাদের মধ্যে উদ্যোক্তা – পরিচালকদের অধীনে রয়েছে ৯৯.০১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ০.৩৭ শতাংশ শেয়ার , বাকি শেয়ারের ০.৫২ শতাংশ রয়েছে সাধারন বিনিয়োগকারীদের কাছে।