চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে আইসক্রিম তৈরি ও প্যাকেটে মেয়াদ মুল্য না দেয়ার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সজল আহম্মেদ জানান, আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ও জামজামি রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। অভিযানে আইসক্রিম ফ্যাক্টরি, মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় হাউসপুর এলাকায় মেসার্স শাপলা সুপার আইসক্রিম নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে আইসক্রিম তৈরি ও প্যাকেটে মেয়াদ মুল্য না দেয়ার অপরাধে প্রতিষ্ঠান মালিক মিরাজ আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও প্রতিষ্ঠানটি ৩ দিনের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়। এ ৩দিন কোন পণ্য তৈরি বা বাজারজাত করতে পারবেন না। শুধুমাত্র পরিস্কার পরিচ্ছন্নতা ও কারখানার মান উন্নয়নের কাজ করবে।
অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মুছা সুপার আইসক্রিম মালিক সুমন আহম্মেদকে আইসক্রিম প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন দেয়া ও যথাযথভাবে পণ্য বিক্রি না করার অপরাধে ৪৫ ধারায় ১০ হাজসর টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি আইসক্রিম ফ্যাক্টরি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবহার পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও এস আই মাহমুদুলের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।