December 24, 2024 - 12:07 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনব্যাংকাসুরেন্স প্রায়োগিক ভাবনা

ব্যাংকাসুরেন্স প্রায়োগিক ভাবনা

spot_img

মীর নাজিম উদ্দিন আহমেদ:

বর্তমান ডিজিটাল যুগে বীমার আধুনীকিকরণ অত্যন্ত জরুরী। সেদিকটি বিবেচনা করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে ব্যাঙ্কাসুরেন্স এর কার্যক্রম বাস্তবায়নের পথে। দেশে সরকারী ও বেসরকারী নন-লাইফ বীমা কোম্পানী ৪৬টি ও লাইফ বীমা কোম্পানী ৩৫টি, পক্ষান্তরে সরকারী ও বেসরকারী ব্যাংক রয়েছে ৬২টি। ব্যাঙ্কাসুরেন্স এর প্রস্তাবনা অনুসারে প্রতিটি ব্যাংক ০৪টি নন-লাইফ ও ০৪টি লাইফ বীমা কোম্পানীর সাথে কর্পোরেট এজেন্ট হিসাবে চুক্তিবদ্ধ হতে পারবে।

আরো উল্লেখ্য যে, ব্যাংক কর্পোরেট এজেন্ট হিসেবে অ্যাকাউন্টহোল্ডার বা গ্রাহকের নিকট লাইফ এবং নন-লাইফ বীমা কোম্পানীর বীমা পরিকল্প বিক্রয়ের জন্য বিপণনচ্যানেলসমূহ যেমন: শাখা, টেলিমার্কেটিং, এজেন্ট ব্যাংকিং, ওয়েবসাইট, অ্যাপস ইত্যাদির মাধ্যমে বীমা সুবিধার প্রস্তাবনা, বিজ্ঞাপন, বিক্রয়, বিতরণ অথবা বাজারজাতকরণ করতে পারবে। এই নির্দেশনা অনুযায়ী বীমা বিপণনে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেবিবেচনায় বীমা ব্যবসা অনেকটা ব্যাংক নির্ভর হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বেসরকারী নন-লাইফ বীমা কোম্পানীগুলো এজেন্টের মাধ্যমে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসা সংগ্রহ করে থাকে। যখনই ব্যাংক বীমা কোম্পানীর কর্পোরেট এজেন্ট হিসাবে কাজ শুরু করবে তখন বীমা কোম্পানীতে বর্তমানে বিদ্যমান এজেন্ট ও উন্নয়ন কর্মকর্তাদের ব্যাংক থেকে ব্যবসা সংগ্রহ বন্ধ হয়ে যেতে পারে। ফলে ব্যক্তি ও পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং সমাজে এর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে।

বাংলাদেশে বেকারত্ব একটি অন্যতম আর্থ-সামাজিক সমস্যা। বীমা কোম্পানীগুলো লাখ লাখ এজেন্ট নিয়োগের মাধ্যমে এই বেকারত্ব লাঘবে কাজ করে যাচ্ছে। ব্যাঙ্কাসুরেন্স এর কারণে এজেন্ট নিয়োগ নয় বরং এজেন্টদের এই পেশা ছেড়ে চলে যেতে হতে পারে।

গত ০৩রা মে, ২০২৩ইং তারিখে বিআইপিএস-এর পূণর্মিলনী অনুষ্ঠানে শ্রদ্ধেয় জনাব সোহরাব হোসেন স্যার বলেছিলেন, তিনি ১০-১২ বছর আগে ব্যাঙ্কাসুরেন্স বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করেছিলেন তখন কেহ আগ্রহ দেখায়নি। বর্তমানে সে বীমার বিষয়েই বাংলাদেশ ব্যাংক আগ্রহ দেখাচ্ছে, এটা খুবই খুশির বিষয়।

গত ০৮ই মে, ২০২৩ইং তারিখে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বিমটেক কর্তৃক ঢাকা শেরাটন হোটেলে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। চারটি সেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শেষ সেশনে ব্যাঙ্কাসুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ও মাইক্রো ইন্স্যুরেন্সের ব্যাপারে বেশ প্রাণবন্ত আলোচনা হয়।

“প্রিফারড পার্টনার ইন্স্যুরেন্স ব্রোকার” এর প্রতিনিধি জনাব সামিরণ লাহিড়ীর সঞ্চালনায় বিভিন্ন বক্তা আলোচনায় অংশ নেন। তার মধ্যে অন্যতম হলেন ডাঃ রাকেশ আগারওয়াল, যিনি “দি ইন্স্যুরেন্স টাইমস এবং ব্যাংকিং ফিন্যান্স”-এর এডিটর, তিনি সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন ভারতে ব্যাঙ্কাসুরেন্স ব্যবসা ধীরে ধীরে বাড়ছে তবে আগে ব্যাংক থেকে ব্যবসা করাটা যতটা সহজ ছিল এখন ততটাই কঠিন। ব্যাংক এখন এজেন্ট কমিশনের বাইরে আরো অনেক বেশী প্রত্যাশা করে এবং এই ব্যাপারে বার্গেনিং করে অতিরিক্ত অনেক কিছু আদায় করে নেয় যা ব্যাঙ্কাসুরেন্স চালুর আগের অবস্থার চেয়েও খারাপ। অনেক বেশী সুযোগ সুবিধা না দিলে ব্যাংক থেকে ব্যবসা পাওয়া যায় না।

আলোচনাকালে বাংলাদেশের পক্ষ থেকে দুইজন সিইও এই ব্যাপারে বিভিন্ন বিষয় জানতে চাইলে সঞ্চালক এবং ডাঃ আগরওয়াল ভারতের ব্যাঙ্কাসুরেন্স এর অভিজ্ঞতা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে ব্যাঙ্কাসুরেন্স চালুর পূর্বেই শেয়ার করার পরামর্শ দেন।

জনসংখ্যার স্বল্পতার কারণে ইউরোপ-এর মুষ্টিমেয় কয়েকটি দেশে মোটামুটি ব্যাঙ্কাসুরেন্স ফরমেটে জীবন বীমা ইন্স্যুরেন্স জনপ্রিয়তা পেলেও বেশীর ভাগ দেশেই ব্যাঙ্কাসুরেন্স এখনো তেমনভাবে জনপ্রিয় হয়নি। তাছাড়া আমাদের দেশের মতো জনবহুল দেশের লোকজনের কর্মসংস্থান যেখানে একটি বড় সমস্যা সেখানে এই ব্যবস্থা চালু হলে অনেক এজেন্ট/উন্নয়ন কর্মকর্তা বেকার হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিবে।

অপরদিকে ব্যাংকের আয় বাড়বে। এজেন্ট/উন্নয়ন কর্মকর্তা না থাকাতে কোম্পানীগুলোর শাখা করার দরকার হবে না। ফলে ওভারহেড কষ্ট কমবে কিন্তু বীমা ব্যবসা অনেকটা ব্যাংকের কাছে জিম্মি হয়ে যাবে ও অনেক বীমা কোম্পানীর প্রিমিয়াম ইনকাম কমে যাবে।

বর্তমান প্রতিযোগীতামুলক বাজারে সকল ব্যাংকই সমান সফলতার সাথে ব্যবসা করতে পারছে না। বীমা কোম্পানীর মতো বহু দুর্বল ব্যাংকও রয়েছে। যে সকল বীমা কোম্পানী ব্যবসা সফল ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তিবদ্ধ হতে পারবে তারা ভালো ব্যবসা করতে পারবে আর যারা মানসম্পন্ন ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি করতে পারবে না তাদের ব্যবসায় ধ্বস নামবে।

তাছাড়া ব্যাংকগুলো ব্যবসা দেয়ার অজুহাতে এখন সকল বীমা কোম্পানী থেকে ডিপোজিট কালেকশন করে থাকে। ব্যাঙ্কাসুরেন্স চালু হলে তাদের ডিপোজিট সংগ্রহে অনেকটা ভাটা পড়বে। তারা ইচ্ছা করলেও নির্ধারিত ০৪(চার)টি লাইফ ও ০৪(চার)টি নন-লাইফ বীমা কোম্পানী ছাড়া অন্য কারো কাছে ডিপোজিট চাইলেও না পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু অন্য বীমা কোম্পানীগুলোর সাথে কর্পোরেট চুক্তি নেই এর ফলশ্রুতিতে চুক্তিবদ্ধ বীমা কোম্পানীগুলোতে ব্যাংক ডিপোজিটের জন্য ব্যাপক চাপ প্রয়োগ করতে পারে।

তাই কর্পোরেট এজেন্ট হিসাবে ব্যাংক কয়টি বীমা কোম্পানীর সাথে কাজ করবে তা প্রতিটি ব্যাংক তার নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিলে তা অধিকতর কার্যকর হবে। ব্যাংক তার কর্ম অভিজ্ঞতা, লোকবল, শাখার সংখ্যা, ব্যবসার পরিধি, ব্যাংকের জন্য প্রয়োজনীয় ডিপোজিট, ব্যাঙ্কাসুরেন্স সার্ভিস ডেলিভারেট করার সক্ষমতা ইত্যাদি বিবেচনা করে কতটি লাইফ ও নন-লাইফ বীমার সাথে কাজ করবে তা নির্ধারণের ক্ষমতা তাদের নিজস্ব ব্যাপার। যার কারণে অনেক বীমা কোম্পানী ব্যবসা সফল ব্যাংকের সাথে কাজ করে ব্যবসা বৃদ্ধি করতে পারবে ও ব্যাংকগুলো অনেক বীমা কোম্পানীর ডিপোজিট পেয়ে ভাল অবস্থানে থেকে ব্যাঙ্কাসুরেন্স কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে।

লাইফ ইন্স্যুরেন্সগুলোর প্রত্যক্ষভাবে ব্যাংকের সাথে ব্যবসা নেই। সে বিবেচনায় লাইফ ইন্স্যুরেন্স ও ব্যাংকের জন্য ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে ব্যাঙ্কাসুরেন্স একটি উপযুক্ত মাধ্যম হতে পারে কিন্তু নন-লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম অনেকটাই সংকুচিত ও স্থবির হয়ে আসবে।

নির্ধারিত ০৪(চার)টি ব্যাংকের বাইরে বীমা ব্যবসা করা যাবে কিনা বা গেলেও তা কি প্রক্রিয়ার মাধ্যমে করা সম্ভব হবে সে বিষয়টি ব্যাঙ্কাসুরেন্স চালুর পূর্বেই কর্তৃপক্ষের উপযুক্ত দিক নির্দেশনা দেয়া দরকার বলে বিজ্ঞজনেরা মনে করেন।

ব্যাঙ্কাসুরেন্স, ইন্স্যুরটেক, ব্রোকারেজ, কর্পোরেট এজেন্ট ইত্যাদির সফল বাস্তবায়ন কামনা করি। তবে সকল বিষয়ের সুবিধা অসুবিধা ও বাস্তবায়ন প্রক্রিয়া যেসকল দেশে এই প্রক্রিয়াগুলো চালু আছে তা পর্যবেক্ষণ করে আমাদের দেশের প্রেক্ষাপটে সে অভিজ্ঞতার আলোকে নিয়ম-নীতি প্রণয়ন করা বাঞ্চনীয় বলে মনে করি। সেই সাথে বীমা কোম্পানীগুলোতে বীমা পেশায় কর্মরতদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেয়ার অনুরোধ জানাচ্ছি।

লেখকঃ মীর নাজিম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোং লিঃ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

এসকে ট্রিমসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র...

একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায়...

খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে: বিএনপি নেতা আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরে পল্টন ময়দানে মওলানা ভাষানী শেখ মুজিবুর রহমানকে...

দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ-২০২৪ শুরু করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট

কর্পোরেট ডেস্ক: ‘সেবার প্রত্যয়ে আমরাই এগিয়ে’ এই স্লোগানে দেশব্যাপী ‘গ্রাহক সেবা সপ্তাহ- ২০২৪’ কর্মসূচী শুরু করেছে দেশের টেক জায়ান্ট ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)।...

‘ঐতিহ্য’-এর নতুন উদ্যোগ: ‘বিনামূল্যে বই নিন, বই পড়ে ফেরত দিন’

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' দীর্ঘদিন ধরে পাঠকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।...

চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া...

সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ব্যাংক হিসাবে ২৩০০ কোটি টাকার লেনদেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের নামে...

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে ঢাকার চিঠি: পররাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে...