কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “বেস্ট ইউজ অব টেকনোলজি” এবং “ফাসটেস্ট গ্রোইং ডিজিটাল ট্রান্সফরমেশন” শীর্ষক দুটি আর্ন্তজাতিক সম্মাননা লাভ করেছে এনসিসি ব্যাংক।
দুবাই ভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন সম্প্রতি এ সম্মাননা দেওয়ার ঘোষণা করে।
উল্লেখ্য এনসিসি ব্যাংক তথ্য প্রযুক্তির উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই ব্যাংকিং সেবায় দেশের প্রথম ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা ছাড়াও সঞ্চয়ী ডিজিটাল অনবোর্ডিং সেবাসহ স্টার্টআপ ফাইন্যান্স, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ও মাইক্রো এটিএম সেবাসমূহ চালু করেছে ব্যাংকটি। আগামীতেও আরও নতুন নতুন উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং সেবাসহ বিভিন্ন সেবাসমূহ নিরাপদে ও দ্রুততম সময়ে গ্রাহকদের দোরগোরায় পৌঁছে দেওয়াই এনসিসি ব্যাংকের লক্ষ্য যা আর্থিক খাতের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হবে।