November 23, 2024 - 2:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদন‘নিজের মাথার চুলও যাবে, ঘুমও হারাম হবে’

‘নিজের মাথার চুলও যাবে, ঘুমও হারাম হবে’

spot_img

মুহাম্মদ রিদোয়ানুল হক: পানি যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করবে। এটাই পানির ধর্ম। আর টাকাও যাঁর কাছে যায়, টাকা তাঁর। যদিও টাকার গায়ে লিখা থাকে, ‘চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব।’ আদৌও কী চাইলেই সহজেই কেউ ফেরত দেয়? বলা যায়, টাকা একটি মূল্যবান তরল সম্পদ। তরল হলো পদার্থের চারটি অবস্থার একটি অবস্থা। অন্য তিনটি অবস্থা হল কঠিন, প্লাজমা, ও বায়বীয়। যার নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কোন নির্দিষ্ট আকার নেই। তবে তরলের মধ্যে থাকা অণুগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারে, তরলের সবচেয়ে সাধারণ উদাহরণ কিন্তু পানি।

স্বভাবতই টাকাও আমার মতে তরলের মতো। টাকা আয় করা যেমন কঠিন, তেমনি খরচ বা ব্যয় করা তাঁর চেয়ে বেশি সহজ। আপনি না চাইলেও অনেক সময় খরচ করতে হয়। কারণ টাকা আসলে মানুষের নানা ধরনের ইচ্ছার বা চাহিদার সৃষ্টি করে। আবার যোগান বা চাহিদা পুরণ করেন। এটাই স্বাভাবিক। একে কখনো বাদ দেওয়া যাবে না।

এই খরচের পর আপনি একটা সময় বেশ তৃপ্তি পাবেন। এখন আসল কথায় আসি। যেমন-কখন খরচ বা ব্যয় গলার কাটা হয়ে দাঁড়ায়। আপনার জন্য নয় শুধু, সকলের জন্য। মনে করেন-নতুন চাকরি পেয়েছেন। মাস শেষে হাজার হাজার টাকা আপনার বেতন। নিজের প্রয়োজনীয় খরচ এবং পারিবারিক খরচ ব্যয় করার পর মাস শেষে কিছু টাকা জমা হয়। আপনি ধীরে ধীরে নতুন একটি ব্যবসা খুঁজছেন। হয়তো মনে মনে ভাবছেন, কি করা যায়। বাড়তি কিছু টাকা আয় করার জন্য। ঠিক তখনি আপনার কিছু বন্ধু, আত্মীয়, প্রতিবেশীও পেয়ে যাবেন। আপনি খুশিতে মনে মনে শান্তির নিঃশ্বাস নিবেন। এতদিন পরে বুঝি বাড়তি কিছু টাকা আয় করার পথ তৈরি হবে। নতুন ব্যবসা হবে নিজের নামে। স্বপ্ন বিভোর। কিন্তু আপনার সেই বন্ধু, আত্মীয় বা প্রতিবেশী ভাবছেন ভিন্ন কিছু। তিনি বিভোর অমুক কে এইবার পাইছি। সর্বশান্ত করে ছাড়ব। অনেক দিন সুযোগ পাইনা। টাকা ফাঁদে ফেলে খাওয়ার জন্য।

এবার একটু শোনেন পাঠক। কোন কোন ব্যবসার ফাঁদ বা লোভ আপনাকে দেখাতে পারেন-১. প্রথমে কয়েকজন মিলে গ্রুপ ব্যবসা করতে অফার করবে, যাতে আপনার বিশ্বাস যোগ্যতা বাড়ে। ২. গ্রুপ সমিতির মাধ্যমে জায়গা জমি কিনে রাখতে বলবে। ৩. জমি বন্ধক নিতে বলবে, যা তাঁর কাছে পুর্ব প্ল্যান মতে তৈরি থাকবে। ৪. ছোট ছোট মাছের প্রজেক্টে শেয়ার দিতে বলবে, যেখানে সে থাকবে বলবে। লাভ ও বেশি দেখাবে। ৫. লবণের মাঠের ব্যবসা বা লবণের ব্যবসা দেখাবে। যা সে নিজের মতো পরিচালনা করবে জানাবে। টেনশন ব্যবসার গল্প শোনাবে। ৬. মাঝে মাঝে টাকা ধার নেওয়া শুরু করবে। ৭. হঠাৎ হঠাৎ তার সমস্যা সৃষ্টি হবে, আজ তাঁর মা অসুস্থ বা ছেলে-মেয়ে অসুস্থ বা পারিবারিক সমস্যা কিছু টাকা লাগবে। কত বাহনা। ৮. মাঝে মাঝে তাঁর ব্যাংকের কার্ড বুথে আটকে যাবে। তার জরুরী কিছু টাকা লাগবে।

এবার শোনেন পাঠক। যা আপনার অবশ্যই বর্জনীয়ঃ ১. আপনার প্রকৃত আয় বা বেতন কাউকে বলা যাবে না। ২. খুব খুব কাছে আত্মীয়, বন্ধু এবং প্রতিবেশীকে টাকা ধার দেওয়া যাবে না। যা কখনো আপনি খুঁজতে পারবেন না এবং নিতেও পারবেন না। সেও আপনার দুঃখ বুঝবে না। ৩. হঠাৎ করে পরিচিত বন্ধুর সাথে কোনো ধরনের ব্যবসায় জড়ানো যাবে না। ৪.যার হঠাৎ হঠাৎ সমস্যা সৃষ্টি হয়। সেই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। ৫. যার মাঝে মাঝে ব্যাংকের এটিএম কার্ড বুথে আটকে যায়। তাঁকে কখনো টাকা ধার দেওয়া যাবে না। ৬. ছায়া বন্ধক জমি নেওয়া যাবে না। ৭. যে ব্যবসাতে নিজে সময় দিতে পারবেন না; তা কখনো করা যাবে না। যত লাভের হোক।

এবার পাঠকের করণীয় কী হতে পারে, তা একটু বলি-১. যদি গ্রুপে বা যৌথ ব্যবসা করতে হয়, যাদের সাথে ব্যবসা করবেন তাঁদের সবাইকে চিনতে হবে এবং নিজেকে সময় দিতে হবে। ২. গ্রুপে বা সমিতির মাধ্যমে জমি নিলে, জমির খতিয়ান, হালসন খাজনা, দলিল ভালো করে দেখতে হবে। দাতা-গ্রহীতার জাতীয় পরিচয়পত্র ক্স চেক করতে হবে। প্রয়োজনীয় আইনি পরামর্শ নিতে হবে। ৩. জমির প্রকৃত মালিক কে না দেখে বা জমি না দেখে বন্ধক নেওয়া যাবে না। ভোগ দখলে থাকতে হবে। ৪. জমি কেনাবেচার সময় নামজারি করার আগে উকিল এবং সার্ভেয়ার নিয়ে জমির খতিয়ান বা দাগের সাথে সমন্বয় আছে কীনা দেখে নিতে হবে।৫. কোন অংশীদার সম্মত না হলে কোন ভূতড়ে ব্যবসায় না জড়ানোই উত্তম।

অন্যতায়, নিজের মাথার চুলও যাবে, ঘুমও হারাম হবে। টাকা কিন্তু জীবনেও উদ্ধার হবে না। টাকা চাইতে চাইতে গলার পানি শুকিয়ে যাবে। কিন্তু সেই বন্ধু বা আত্মীয়ের মন ভিঁজবে না। সে তোমার কলও রিসিভ করবে না। অনেক সময়, কথা বলার সময় দুই টাকার দামও দিবে না। কারণ আপনি আটকে গেছেন, কাউকে বলতে পারবেন না। টাকা পরিশোধে তারিখের পর তারিখ পরিবর্তন হবে। কিন্তু নির্দিষ্ট সেই তারিখ বা সময় আর আসবে না। আপনার নিজের ধারের টাকা কত আকুতি মিনতি করতে হবে। কত ধরনের মিথ্যার আশ্রয় নিতে হবে। কারণ আপনি আটকে গেছেন, আপনার গলায় কাঁটা আটকে গেছে, কষ্ট আপনারই হবে। সে হবে নিখোঁজ।

লেখকঃ বেসরকারি চাকরিজীবী, কক্সবাজার।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত: আরো ৩০...

বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহটিতে...

নতুন সিইসি ও ইসিদের শপথ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য ৪ নির্বাচন কমিশনার (ইসি) আগামীকাল রোববার দুপুরে শপথ নিচ্ছেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম...

দেশের যেসব অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : শীতের মৌসুমি বায়ু প্রবেশের পর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে।...

বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ, আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকালে বৈরুতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে...

আরও বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই সবজিতেও

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাজারে আলুর দাম আরও বেড়েছে। গত সপ্তাহে দুই দফা বেড়ে হয়েছে প্রতি কেজি ৮০ টাকা, যা আগে ছিল ৭০ টাকা। আর...

‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে একঝাঁক তারকাসহ শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা গত ১৫ নভেম্বর দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একইসঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে। ২২...

এনার্জিপ্যাকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি...