নিজস্ব প্রতিবেদক : টালমাটাল পুঁজিবাজারের উন্নতির জন্য নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের শস্তি দিতে ব্লক মার্কেটে শেয়ার লেনদেনের সর্বনীম্ন সীমায় পরিবর্তন আনতে যাচ্ছে। আজ কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএসইসির চেয়াম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, আর কোন কোম্পানির ফ্লোর প্রাইস উঠানো হবে না। তবে বাজার গতি ফেরাতে ব্লক মার্কেটে শেয়ার লেনদেনে সর্বনিম্ন সীমা ৫ লাখ টাকা থেকে কমিয়ে ২ লাখ টাকা করার চিন্তা করছি। আজ কমিশন সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২২ সালের ২১ ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৬৯টির শেয়ারের সর্বনিম্ন সীমা (ফ্লোর প্রাইস) তুলে নেয় বিএসইসি। তবে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাকি কোম্পানিগুলোর শেয়ারের সর্বনিম্ন সীমা তুলে না নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে ২০২২ সালের ২৮ জুলাই দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস আরোপ করে কমিশন। এতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইস স্পর্শ করে। এ পরিস্থিতি বিবেচনায় গত বছরের ১৫ নভেম্বর ফ্লোর প্রাইসের চেয়ে ১০ শতাংশ কমে ব্লক মার্কেটে শেয়ার লেনদেনের সুযোগ দিয়ে নির্দেশনা জারি করেছে কমিশন।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনায় গ্রাহককে ফ্লোর প্রাইসের চেয়ে ১০ শতাংশ পর্যন্ত কম দরে ব্লক মার্কেটে শেয়ার লেনদেনের সুযোগ দিতে পারবে স্টক এক্সচেঞ্জ।