বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার পরিচিতি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে নাভারণ হক কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি ও দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। শাখার সাধারণ সম্পাদক জি এম ফারুখ হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ (মিন্টু), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাও: মাহামুদুল হাছান, সহ-সভাপতি ও সাংবাদিক আব্দুর রহিম, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক রাজু কামাল ও জাহিদুল মোমিন সুমন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।