নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩২টি কোম্পানির ৩ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৬২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৯৮ কোটি ৯০ লক্ষ ৩১ হাজার ৫৯৬ টাকা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭.১৮ পয়েন্ট বেড়ে ৬১৮৫.০৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে ২১৯২.১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.২১ পয়েন্ট বেড়ে ১৩৫২.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং, মুন্নুু সিরামিক, বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, সী পার্ল বীচ, বিএসসি, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস ও আমরা নেটওয়ার্ক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, বিডি থাই ফুড, এডভেন্ট ফর্মা, বেঙ্গল উইন্ডসোর, ওয়ান ব্যাংক, ই-জেনারেশন ও সানলাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, কুইন সাউথ, মেঘনা কনডেন্সড মিল্ক, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, স্ট্যান্ডার্ড সিরামিক, সোনালী আঁশ, এএমসিএল (প্রান), ইস্টার্ন লুব্রিকেন্ট, এম্বী ফার্মা ও অ্যাপেক্স ফুড।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০০৬৫৯৬৬০৯৯০.০০।