April 28, 2025 - 6:42 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমচুয়াডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার: আটক ৬

চুয়াডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার: আটক ৬

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৬ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সোমবার (১৫ মে) দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন তার নিজ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চুরি হয়ে থাকে। এর সাথে জড়িত আছে একশ্রেণির সিন্ডিকেট। তারা চুয়াডাঙ্গা জেলাসহ পাশ্ববর্তী ক’একটি জেলায় সিন্ডিকেটের মাধ্যমে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানের নেতৃত্বে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, পরিদর্শক (তদন্ত) এতরামুল হোসাইন, এসআই শেখ হাদীউজ্জামান এসআই লিটন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাতে আলমডাঙ্গা থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা শহরের সাদা ব্রীজের পাশে পশুহাট এলাকা থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার হাউসপুর স্কুল পাড়ার বজলুর রহমানের ছেলে রাসেল (৩২) ও একই এলাকার মারজুল রহমানের ছেলে সোহেল। আটক দু’জনের শিকারোক্তিতে রোববার রাত ১০ টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আব্বাস উদ্দিনকে (৪২) আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আব্বাসের দেয়া তথ্যের ভিত্তিতে রাত ১২ টার দিকে মিরপুর থানার বাঁশবাড়ীয়া কুরর্শা গ্রামে অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেরসহ একই এলাকার মৃত মসলেম মন্ডলের ছেলে জমির আলীকে (৩৫) আটক করা হয়। রাত দেড়টার দিকে আলমডাঙ্গার উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলামের (৩৭) বাড়িতে অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। রাত ২ টার দিকে আলমডাঙ্গার কুমারী গ্রামের গাংপাড়ায় আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেনের (২৩) বাড়িতে অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করে পুলিশ।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এবং সময় সুযোগ মত বিক্রয় করে। আটককৃতদের মামলাসহ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ৯টি মোটরসাইকেল আলমডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে। প্রকৃত মালিকানা প্রমান করতে পারলে মোটরসাইকেল তাদের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হলেন আবদুস সালাম

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের...

ইসলামী ব্যাংকিং প্রসারে ইউনিয়ন ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. ইসলামী ব্যাংকিং পদ্ধতি জনগণের মাঝে উপস্থাপনের জন্য নিয়মিত জনসংযোগ বিভাগের মাধ্যমে ইসলামী ব্যাংকিং এর ধারণা, জমা গ্রহণ, বিনিয়োগ ও...

‘জনগণের নেতৃত্বাধীন জলবায়ু অভিযোজন পরিকল্পনা’ বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১৭টি ওয়ার্ডের ১০৬টি স্বল্প-আয়ের জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক পানি ও স্যানিটেশন পরিষেবা সংক্রান্ত জলবায়ু অভিযোজন পরিকল্পনাটি সোমবার (২৮...

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাববছরের প্রথম তিন প্রান্তিক...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি মালিকদের মতবিনিময় অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর সাথে হজ এজেন্সি মালিকদের মতবিনিময় সভা সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা...