শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কোটি টাকা আত্মসাৎ কারী ভূয়া এনজিওর পরিচালক মো. হাবিবুর রহমানকে আটক করেছে র্যাব সদস্যরা।
সোমবার (২ জানুয়ারি) সন্ধায় শহরের পলাশপোল এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হাবিবুর রহমান পলাশপোল এলাকার মো. আজিজুর রহমানের ছেলে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জে.এম গালি হোসাইন মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা র্যাব-০৬ কার্যলয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, প্রতারকহাবিবুর রহমান ও তার কতিপয় সহযোগীরা মিলে ২০১৯ সালে “বনলতা সঞ্চয় ও ঋনদান সমবয় সমিতি লিমিটেড” নামে একটি ভুয়া এনজিও খুলে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট থেকে কোটি টাকা নিয়ে বেশ কিছু দিন পরিচালনা করার পর হঠাৎ তাদের অফিস বন্ধ করে উধাও হয়ে যায়।
পরবর্তীতে বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ পেয়ে তাকে আটক করা হয় এবং সে সুনির্দিষ্ট অভিযোগ স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।