নিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।
বুধবার (১০ মে)মন্ত্রণালয়ের অফিস কক্ষে সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে এ আহবান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন সময় বিশেষ করে নির্বাচনকালে কুচক্রী মহল সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা, গুজব ছড়িয়ে দেয়। সেজন্য এবার রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেয়া যাবে না।
তিনি আরো বলেন, সারাদেশে ধর্মীয় সম্প্রীতি জোরদার করতে ধর্ম মন্ত্রণালয় প্রকল্প গ্রহন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন স্থায়ী করতে সকলকে ধর্মীয়ভাবে সচেতন হতে হবে।
এসময় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড.বশিরুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, উপসচিব মোঃ সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করে সামাজিক সম্প্রীতি অর্জনের উদ্দেশ্যে সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন ২০১৮ সালে যাত্রা শুরু করে। বৈঠককালে ধর্ম প্রতিমন্ত্রীর হাতে একটি ফ্রেমওয়ার্ক হস্তান্তর করেন ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর।