নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৪১ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বৃহস্পতিবার (২৭ এপ্রির) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো বোর্ড সভা শেষে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবেন এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইসলামি ব্যাংকের ৩টায়, মিডল্যান্ড ব্যাংকের ৩টায়, মার্কেন্টাইল ব্যাংকের ৩টায়, যমুনা ব্যাংকের সন্ধা ৭:৩০ টায়, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩টায়, ইসলামি ব্যাংকের ৩ টায়, আইএফআইসি ব্যাংকের ২:৩০টায়, আইএফআইসি ব্যাংকের সন্ধা ৭টায়, হাইডেলবার্গ সিমেন্টের ২:৪৫টায়, ম্যারিকোর ৪টায় এবং লংকাবাংলা ফাইন্যান্সের ২:৩০টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো বোর্ড সভা শেষে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিতে পারে।
এছাড়াও ন্যাশনাল টিউবের বোর্ড সভা ৩:৩০ টায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৩:৩০ টায়, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ টায়, আলহ্বাজ টেক্সটাইলের ৩টায়, একমি পেস্টিসাইডের ৩ টায়, রংপুর ফাউন্ড্রির ৩:৩০ টায়, মেঘনা সিমেন্টের ২:৪৫ টায়, আইসিবির ৪:৪০ টায়, অলিম্পিকে ইন্ডাস্ট্রিজের ৪টায়, পাওয়ার গ্রীডরে ৫টায়, মেঘনা পেট্রোলিয়ামের সন্ধা ৭টায়, ইজেনারেশনের ৪টায়, খান ব্রাদার্সের ৩ টায়, প্রাইম টেক্সটাইলের ৩ টায়, আজিজ পাইপের ৩ টায়, জাহিন স্পিনিংয়ের ৩ টায়, অগ্নি সিস্টেমসের ৩:৩০ টায়, জেএমআই সিরিঞ্জের ২:৩০ টায়, ইনডেক্স এগ্রোর ৪টায়, এপেক্স ফুটওয়্যারের ৩টায়, গ্লোবাল হেব্বি কেমিক্যালের ৩টায়, ইন্ট্রাকোর ৪ টায়, মবিল যমুনার ৪:৩০টায়, মালেক স্পিনিংয়ের ২:৪৫টায়, হাইডেলবার্গ সিমেন্টের ২:৪৫টায়, রহিমা ফুডের ৪টায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২:৩০টায়, পেনিনসুলা চিটাগাংয়ের ২৭ এপ্রিল বিকেল ৩টায়, এএমসিএল (প্রাণ) এর বোর্ড সভা ২৭ এপ্রিল বিকেল ৩ টায়, এবং বারাকা পতেঙ্গার ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো বোর্ড সভা শেষে প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।