পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪২টি কোম্পানির ১০ কোটি ৫২ লক্ষ ৩৭ হাজার ৯২২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১৩ কোটি ১৫ লক্ষ ৬১ হাজার ২৯০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে ৬২৬৩.৫২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.১১ পয়েন্ট কমে ২২১২.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৫৩ পয়েন্ট বেড়ে ১৩৫৮.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিক হোটেল, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, সী পার্ল বীচ, জেমিনী সী ফুড, অরিয়ন ইনফিউশন, আমরা নেটওয়ার্ক, অ্যাপেক্স ফুটওয়্যার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আরডি ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হাইডেলবার্গ সিমেন্ট, আরামিট সিমেন্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যাপেক্স ফুড, বীচ হ্যাচারী, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস ও ইয়াকিন পলিমার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগ্যাসী ফুটওয়্যার, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ লিঃ, আজিজ পাইপস, আল-হাজ¦ টেক্সটাইল, বিডি থাই ফুড, সমতা লেদার, আমরা টেকনোলজি, ফাইন ফুডস ও জেএমআই হসপিটাল।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫৬৭৫৩০৩৮৭৫৯.০০।