নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে হুমকি দিয়ে পাঠানো একটি চিরকুট পেয়েছেন আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান (২৫)। এ দাবিতে শাহবাগ থানায় জিডি করেছেন তিনি।
বুধবার (১২ এপ্রিল) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেছেন, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকি করি। এ সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল—‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম, দাজ্জালী বাহিনী পাবে না টের মোদের।’
‘পরবর্তীতে এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছি’ বলে জিডির আবেদন উল্লেখ করেন আবতাহী রহমান।
জিডির আবেদনে আয়োজক কমিটির এই সদস্য আরও উল্লেখ করেন, ‘এ অবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।’
ওসি নূর মোহাম্মদ আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন। সেটিকে কেন্দ্র করে আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা আবেদনটি গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’