December 23, 2024 - 4:15 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকযুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রাশিয়া ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রাশিয়া ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালানোর ঘোষণা দেন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট বলছে, যুদ্ধের শুরু থেকেই তিনি ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিজের দখলে নেওয়ার চেষ্টায় ছিলেন।

যুদ্ধের ১০ মাস কেটে গেছে। এরমধ্যে ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়া, এ চার অঞ্চলকে রাশিয়ার নিজস্ব ভূখণ্ড বলে ঘোষণা দেন। তবে এসব অঞ্চলে এখনও অস্থিরতা চলছে। নভেম্বরের প্রথম দিকে ইউক্রেন ও তার মিত্রদের পাল্টা আক্রমণে খেরসন ছাড়তে বাধ্য হন রুশ সেনারা।

দ্য ইকোনমিস্ট বলছে, পুতিন নিজের আধিপত্য টিকিয়ে রাখতে যুদ্ধকে যেভাবে দীর্ঘস্থায়ী করছেন, তাতে তার নিজ দেশের সাধারণ নাগরিকরাই ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি এখন এমন যে, এ যুদ্ধ রাশিয়াকেই একটি ব্যর্থ রাষ্ট্রে রূপ দিতে চলেছে।

সংবাদমাধ্যমটির দাবি, যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে রাশিয়ায় ব্যাপক নৈতিক অবক্ষয় ও গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে। এমনকি, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন উল্লেখযোগ্য সংখ্যক রুশ নাগরিক।

এদিকে, পশ্চিমা বিশ্ব যেভাবে জেলেনস্কিকে সমর্থন ও পৃষ্ঠপোষণ করে যাচ্ছে তাতে, রাশিয়ার যুদ্ধে টিকে থাকার ক্ষমতা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এমন অবস্থায় দেশটি অশাসনযোগ্য ও বিশৃঙ্খল হয়ে উঠতে পারে।

একাতেরিনা শুলম্যান নামের এক রুশ রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, ইউক্রেনের যে চারটি অঞ্চল দখলের মাধ্যমে পুতিন নতুন রুশ ফেডারেশন গঠন করেছেন, তা একটি ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ে চলে যাচ্ছে। ফেডারেশনটি নিজের মৌলিক কাজগুলো সম্পাদন করার মতো সক্ষমতা এখনো অর্জন করেনি।

তিনি আরও বলেন, সংযুক্তিকরণ ইউক্রেনীয় বাহিনীকে থামাতে পারবে না। বরং এটি উত্তর ককেশাস প্রজাতন্ত্রসহ রাশিয়ার নিজস্ব অঞ্চলগুলোকে অস্থির করে তুলবে ও কেন্দ্রীয় সরকার যদি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, তাহলে খুব সহজেই এ অঞ্চলগুলো রাশিয়ার হাতছাড়া হয়ে যাবে।

একটি ব্যর্থ রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হলো, সামরিক শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি। যদিও রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার বর্তমানে পুতিনের শক্তিশালী পক্ষ হিসেবে কাজ করছে।

এমনকি, ওয়াগনার প্রকাশ্যে রুশ কারাবন্দীদের তাদের দলে যুক্ত করছেন। বাহিনীতে যোগ দেওয়ার বিনিময়ে তাদের সাজা মওকূফ করে দেওয়া হচ্ছে। একই কথা বলা যেতে পারে, চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ দ্বারা নিয়ন্ত্রিত বাহিনীর ক্ষেত্রেও।

এসবের পরও রাশিয়া তার মৌলিক কাজগুলো চালিয়ে যেতে পারছে না। সামরিক বাহিনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পুতিন প্রশাসন তিন লাখ সাধারণ রুশ নাগরিককে সেনাবাহিনীতে যুক্ত করেছেন।

দ্য ইকোনমিস্ট বলছে, অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত এসব নতুন সেনার একমাত্র কাজ হলো, ইউক্রেনীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে থাকা। তাদের মধ্যে অনেকেই ২০২৩ সালে বেঁচে থাকবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই।

সেনাবাহিনীতে এমন জোরপূর্বক নিয়োগের ঘোষণা রাশিয়াকে অভ্যন্তরীণভাবে অস্থির করে তোলে। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত তরুণরা নিয়োগকেন্দ্রে আগুন লাগিয়ে দেন। তাছাড়া, কমপক্ষে তিন লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যান। শুধু যুদ্ধের প্রথম সপ্তাহেই তিন লাখের বেশি রুশ নাগরিক দেশ ছাড়েন, যাদের বেশিরভাগই তরুণ, শিক্ষিত ও সম্পদশালী।

রাশিয়ার কারাগারে বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি আদালতের এক শুনানিতে বলেছিলেন, আমরা আমাদের বিপর্যয় রোধ করতে পারিনি, বরং আমরা সেদিকে দ্বিগুন গতিতে আছড়ে পড়তে চলেছি। এখন একমাত্র প্রশ্ন হলো, রাশিয়া কতটা ভয়াবহভাবে বিপর্যয়ের তলদেশে আঘাত করবে। ধারণা করা হচ্ছে, আগামী বছর এ প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাওয়া যাবে। সূত্র: দ্য ইকোনমিস্ট

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

মেট্রো স্পিনিংয়ের ২৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারন সভা সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় হাইব্রিড মাধ্যমে অনুষ্ঠিত হয়। কোম্পানীর মাননীয়...

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১০ম সভা সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান...

চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুরের মেঘনা নদীতে একটি জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো...

বেগম রুখসানা সামাদ : এক অনন্য ব্যক্তিত্ব

সালাম মাহমুদ।। সংখ্যায় কম হলেও দেশে গুণী মানুষ আছেন, তাই তো সমাজ এখনো সুন্দরভাবে চলছে। নীরবে নিভৃতে তাঁরা পরিপার্শ্বকে আলোকিত করার কাজে নিয়োজিত থাকেন।...

ভালুকায় মৎস্য খামার থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় তিন দিন ধরে নিখোঁজ রেদুয়ান (৮)নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের মৎস্য খামার থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত...

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্ধকোটি গ্রাহকের মাইলফলক!

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং গ্রাহক সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম করে দেশের এজেন্ট ব্যাংকিং সেক্টরে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। সরাসরি ব্যাংকিং...

থিয়েটার স্কুলের নাটক ‘এক যে ছিল রাজা’ মঞ্চস্থ

বিনোদন ডেস্ক: গত শুক্রবার ৯২০ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ৩৪তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণী ও তাদের...

নিউইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যা

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ২২ (ডিসেম্বর) সকালে নিউ...