আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ হলো রোমানিয়া। দেশটির উত্তর-পূর্বে ইউক্রেন ও মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি ও সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। অপার সৌন্দর্যের লীলাভূমি হলো রোমানিয়া। তবে প্রতিবছর শীতকাল এলেই সেখানে বরফের হোটেল দেখতে পাড়ি জমান বিভিন্ন দেশের পর্যটকরা।
রোমানিয়ার ‘হোটেল অব আইস’ পুরোটাই বরফ দিয়ে তৈরি। ২০০৫ সাল থেকে নির্মাণ করা হয় এই হোটেল। এর ভেতরের আসবাবপত্র সবই বরফের। তাই হোটেলের ভেতরে ঢুকলে অন্য রকম এক রোমাঞ্চকর অনুভূতি হয়, বলছিলেন পর্যটকরা।
রোমানিয়ার সবচেয়ে তুষারময় এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৫৬১ ফুট ওপরে লেক বালিয়া থেকে খোদাই করা বরফ ব্যবহার করে এই ‘বরফের হোটেল’ তৈরি করা হয়েছে। প্রতিটি ব্লকের ওজন প্রায় ৩০ কিলোগ্রাম। ঠান্ডা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় থার্মাল ব্লাঙ্কেট।
হোটেলটির ব্যবস্থাপক আর্নল্ড ক্লিঞ্জেস বলেন, জলবায়ু পরিবর্তন ভবিষ্যতে বরফের এই হোটেলটি নির্মাণ করার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে।
হোটেলের ভেতরে হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকা সত্ত্বেও, আইরিশ পর্যটক টম বলেন তিনি এবং তার দল ভেতরে থাকার সময় ঠান্ডা অনুভব করেননি।
টম বলেন, ‘তারা আপনাকে আপনার প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ও জিনিসপত্র দেয়। তিনি আরও বলেন, পাহাড়ের চূড়ার মধ্যে উঁচু হোটেল এতো নিখুঁত, এতো মনোরোম, সত্যিই অবাক করার মতো।’
স্ক্যান্ডিনেভিয়া, আল্পস ও উত্তর আমেরিকার কিছু অংশের মতো শীতপ্রধান অঞ্চলগুলোতে বরফের হোটেল রয়েছে। সূত্র: ইয়াহু নিউজ