নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮৬২ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, কমিশন আজকের সভায় মিউচ্যুয়াল ফান্ডের পুঁজিবাজারের বিনিয়োগ সীমা পুননির্ধারণ করেছে। বর্তমান সীমা শতকরা ষাট ভাগ (৬০ শতাংশ) থেকে বাড়িয়ে আশি ভাগ (৮০ শতাংশ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।