January 27, 2025 - 11:00 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট ভয়েসকর্পোরেট সেক্টরে সুসাশন প্রতিষ্ঠায় সিএস অতি আবশ্যকীয় একটি পদ: মোহাম্মদ জামান এসিএস

কর্পোরেট সেক্টরে সুসাশন প্রতিষ্ঠায় সিএস অতি আবশ্যকীয় একটি পদ: মোহাম্মদ জামান এসিএস

spot_img

মাহ্‌মুদুন্নবী জ্যোতি: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ৭ম সমাবর্তনে যে ৯১ জন চার্টার্ড সেক্রেটারি (সিএস) প্রফেশনের সার্টিফিকেট অর্জন করেছেন তাদের নিয়ে কর্পোরেট সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি মোহাম্মদ জামান এসিএস। রাজধানী ঢাকার মিরপুরে জন্ম নেওয়া জামানের পৈত্রিক নিবাস নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরানপুর গ্রাম। তাঁর পিতা হাফেজ আব্দুল মোনায়েম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত ছিলেন এবং গৃহীনি মাতা নাজমা আক্তার। তিন ভাই ও এক বোনের মধ্যে জামান সবার বড়। মেঝভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা এবং ছোট ভাই মোহাম্মদ হাছিব ডাক্তারী পাশ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে বিসিএস ক্যাডার হিসেবে জরুরি বিভাগে ও বোন ফাতেমা আক্তার এমবিবিএস পাশ করে বর্তমানে ইন্টার্ণী করছেন। পারিবারিক জীবনে জামান এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। স্ত্রী ইসফাত আরা ফেরদৌস নর্দান ইউনিভার্সিটিতে কর্মরত।

মোহাম্মদ জামান শিক্ষাগত জীবন শুরু করেন রাজধানী ঢাকার মিরপুরস্থ বশির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এ স্কুল থেকে এস.এস.সি এবং নিউ মডেল ডিগ্রী কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা কমার্স কলেজ থেকে বি.কম (পাস) এবং ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে (এম. কম) এবং একই সাথে সরকারি বাংলা কলেজ থেকে একাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে চার্টার্ড সেক্রেটারিজ সদন অর্জন করেন। কর্মক্ষেত্রের সাথে দেশের প্রচলিত আইন যেহেতু সম্পর্কিত, তাই কোম্পানি কর্তৃক অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য তিনি সেন্ট্রাল ল’ কলেজ থেকে দ্বিতীয় শ্রেণিতে এলএলবি ডিগ্রী অর্জন করেন। সে আলোকে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলএম অধ্যায়ন করছেন।

কর্পোরেট সংবাদ: ক্যারিয়ার শুরু থেকে বর্তমান অবস্থার কথা জানতে চাই।
মোহাম্মদ জামান এসিএস: আমার ক্যারিয়ার শুরু হয় মাস্টার্স পড়াকালীন সময়ে একটি ডেভেলপার কোম্পানিতে যোগ দেওয়ার মাধ্যমে। ২০০৮ সালে একটি আন্তর্জাতিক ডেভেলপার কোম্পানিতে ম্যানেজার, একাউন্টস পদে যোগ দেই। পরবর্তীতে ২০০৯ সালে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড এ বোর্ড সেক্রেটারি পদে যোগদান করি।

কর্পোরেট সংবাদ: আইসিএসবি থেকে পেশাগত ডিগ্রী নিতে আপনার কেমন সময় লেগেছে এবং সনদ প্রাপ্তিতে আপনার কর্মস্থলে কোন ইতিবাচক প্রভাব পড়েছে কী?
মোহাম্মদ জামান: আমি আইসিএসবিতে ভর্তি হই ২০১৪ সালের জানুয়ারিতে এবং শেষ করি ২০১৭ সালের জুন মাসে। এ সময় আমার কর্মস্থলে তেমন কোন সমস্যা হয়নি। তবে সকলের চোখে ঈশর্^ান্বিত ছিলাম। সিএস ডিগ্রী অর্জনের ফলে আমার বর্তমান কর্মস্থলে ইতিবাচক প্রভাব পড়েছে এবং বিষয়টিকে আমি এনজয় করছি।

কর্পোরেট সংবাদ: আইসিএসবিতে অধ্যায়নের জন্য কেন আগ্রহী হলেন এবং কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন?
মোহাম্মদ জামান: আমি মাইডাস ফাইন্যান্সিং লিঃ এ বোর্ড সেক্রেটারি হিসেবে কাজ করার সুবাদে আইসিএসবিতে ভর্তি হয়েছিলাম। আমার কাজের গ-ির মধ্যে যে সকল কাজ রয়েছে তার সাথে মিল রয়েছে। আইসিএসবিতে পড়ার সময় সিলেবাসের ওপরই বেশি গুরুত্ব দিয়েছি।

কর্পোরেট সংবাদ: কর্পোরেট সেক্টরে আইসিএসবি’র ভূমিকা আপনি কীভাবে মূল্যায়ন করেন?
মোহাম্মদ জামান: কর্পোরেট সেক্টরে দেশে এবং দেশের বাইরে সিএস প্রফেশনের মূল্যায়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে চাকুরির ক্ষেত্র। সুষ্ঠভাবে একটি কোম্পানি পরিচালনার জন্য কোম্পানি সেক্রেটারির কোন বিকল্প নেই। আর কোম্পানি সেক্রেটারির দক্ষতা বৃদ্ধির জন্য আইসিএসবি’র ভূমিকা নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রাইভেট এবং পাবলিক সকল ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব ইন্ডিয়া (আইসিএসআই) থেকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে ব্যাপক সুনাম রয়েছে। আমাদের দেশেও এর প্রবণতা ব্যাপকভাবে লক্ষ করা যাচ্ছে। তবে এক্ষেত্রে সরকারিভাবে কোম্পানি আইনের অভ্যন্তরে আইসিএসবি হতে সেক্রেটারি নিয়োগ দেয়ার ক্ষেত্রে বিশেষ এখতিয়ার প্রদান করা যেতে পারে।

কর্পোরেট সংবাদ: আইসিএসবি’র কোন দিকটাকে সবচেয়ে সফল বলে আপনি মনে করেন? এই প্রফেশনে দুর্বল কোনো দিক থাকলে তা সমাধানে আপনার পরামর্শ কী?
মোহাম্মদ জামান: আইসিএসবি’র সফল দিক:
১। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কর্পোরেট গর্ভনেন্স কোড এ আইসিএসবি’র ভূমিকা বেশি দেওয়া হয়েছে;
২। বিএসইসি, ডিএসই, সিএসই এবং আরজেএসসি কর্পোরেট আইন প্রণয়নের ক্ষেত্রে আইসিএসবি’র পরামর্শ গ্রহণ করে থাকে;
৩। সেক্রেটারিয়েল স্ট্যান্ডার্ড প্রণয়ন এবং তা কর্পোরেট গর্ভনেন্স এ অন্তর্ভূক্তকরণ;
৪। সিপিডি প্রোগ্রামের মাধ্যমে রেগুলেটরদের মাঝে সাড়া জাগানো;
৫। কর্পোরেট গর্ভনেন্স অ্যাওয়ার্ড প্রদান এবং কর্পোরেট সেক্টরে এর বিশেষ পরিচিতি;
৬। দক্ষ কোম্পানি সেক্রেটারি প্রস্তুতকরণ এবং মেধা বিকাশে আইসিএসবি’র কার্যকরি ভূমিকা;
৭। বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিএসবি’র উন্নয়নে কার্যকর ভূমিকা গ্রহণের আশ^াস;
৮। পেশাগত উন্নয়নে কর্পোরেট লোকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা;
৯। আইসিএসবি’র মাসিক ও পাক্ষিক ম্যাগাজিন প্রকাশ করে বিশেষ সুনাম কুঁড়িয়েছে।

আইসিএসবি’র দুর্বল দিক:
১। আইসিএসবি’র আবাসন সমস্যা দৃশ্যমান;
২। প্রচারণার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। ফলে, অন্যান্য ইনস্টিটিটিউটের মতো চাকুরির বাজারে সিএস প্রফেশনে আইসিএসবি তথা এর সদস্যরা নিজেদের তেমনভাবে তুলে ধরতে পারছে না;
৩। আমাদের প্রতিবেশি দেশ ভারতে প্রাইভেট এবং পাবলিক উভয় সেক্টরে কর্পোরেট গর্ভনেন্স নিশ্চিত করার জন্য সিএস প্রফেশনের লোকদের নিয়োগ রেগুলেটরদের মাধ্যমে আইন করে বাধ্যতামূলক করা হয়েছে, সে দিক থেকে আমরা অনেক বেশি পিছিয়ে রয়েছি;
৪। সরকারি প্রতিষ্ঠানের সাথে সিএস প্রফেশনের লোকদের যোগাযোগে কিছুটা ঘাটতি রয়েছে;
৫। নিজস্ব ভবন না থাকায় আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে আইসিএসবি;
৬। কর্পোরেট গর্ভনেন্স অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে ব্যাপকভাবে সাড়া পাওয়া যায়নি। এক্ষেত্রে প্রতিষ্ঠিত কোম্পানির স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে অ্যাওয়ার্ডে অংশগ্রহণ না করার বিষয়টি তার প্রমাণ;
৭। প্রতি বছর আইসিএমএবি এবং আইসিএবি প্রফেশনদের একাউন্টিং প্রফেশনের অগ্রযাত্রার জন্য তারা সারা দেশে বিশাল র‌্যালী, সমাবেশ, আলোচনা সভা ইত্যাদি আয়োজন করে। অন্যদিকে সিএস প্রফেশনের জন্য সেরকম কোন সুযোগ নাই বলে মনে হয়। দিবসটি থাকলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা উদ্্যাপন করা যেতো, যা আইসিএসবি-তে ইতিবাচক ভূমিকা রাখতো;
৮। অন্যান্য প্রফেশনের প্রতিষ্ঠানে সদস্যদের মতবিনিময়ের মাধ্যমে নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করার সুযোগ রয়েছে, যেক্ষেত্রে আইসিএসবি পিছিয়ে রয়েছে।

কর্পোরেট সংবাদ: সিএস কোর্স করার পর আইসিএসবি সম্পর্কে আপনার মূল্যায়ন কী এবং সিএস প্রফেশনের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন বলে আপনি মনে করেন?
মোহাম্মদ জামান: সিএস প্রফেশন অন্যান্য দেশে খুব উচু ও সম্মাজনক পেশা বিশেষ করে অন্যান্য দেশের সরকার কর্পোরেট গর্ভনেন্স নিশ্চিত করার জন্য সিএস প্রফেশনের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সে তুলনায় আমাদের দেশে এই পেশার ব্যক্তিরা সম্মানজনক চাকুরির ক্ষেত্রে যে পিছিয়ে আছে তা নিঃসন্দেহে বলা যায়। তবে, আইসিএসবি যেভাবে অগ্রসর হচ্ছে তাতে করে খুব শীঘ্রই সিএস পেশার ব্যক্তিদের জন্য একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হবে।

কর্পোরেট সংবাদ: আইসিএসবি’র সিলেবাস, শিক্ষা ব্যবস্থা ও পেশাগত প্রশিক্ষণ নিয়ে আপনি কী পুরোপুরি সন্তুষ্ট? কোন পরামর্শ থাকলে বলবেন।
মোহাম্মদ জামান: যদিও এ বিষয়ে আমি নবীন, আমি সদ্য পাস করেছি, তবুও এ বিষয়ে আমার কিছু অভিব্যক্তি রয়েছে- যেমন: আইসিএসবি’র সিলেবাস হওয়া উচিত এশিয়ার দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ; শিক্ষাদানের জন্য আরো বেশি অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেয়া জরুরি, যাতে শিক্ষার মান আরো বেশি উন্নত হয়; পেশাগত প্রশিক্ষণের জন্য আরো বেশি দক্ষ প্রশিক্ষক নিয়োগ দেয়া দরকার যাতে করে তারা সময় উপযোগী পলিসি তৈরি করে সে আলোকে প্রশিক্ষণ দিতে পারেন।

কর্পোরেট সংবাদ: আপনার কাছে কী মনে হয়, আইসিএসবি’র কর্পোরেট গর্ভনেন্স অ্যাওয়ার্ড প্রদান এই প্রফেশনকে উজ্জ্বল করেছে? এই পেশাকে আরো সম্ভাবনাময় করার জন্য আপনার কোন পরামর্শ থাকলে বলবেন।
মোহাম্মদ জামান: আইসিএসবি’র কর্পোরেট গর্ভনেন্স অ্যাওয়ার্ড প্রদান বর্তমান কর্পোরেট জগতে একটি অতি পরিচিত বিষয়। কিন্তু আইসিএসবি শুধুমাত্র পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিকে এই অ্যাওয়ার্ড প্রদান করছে। তালিকাভুক্ত কোম্পানির বাইরের কোম্পানিকেও এই পুরষ্কারের আওতায় আনলে আইসিএসবি’র সুনাম আরো বৃদ্ধি পাবে। কারণ, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বাইরে এমন অনেক কোম্পানি আছে, যারা ব্যবসায়িকভাবে অনেক বেশি এগিয়ে রয়েছে এবং আয়কর প্রদানের ক্ষেত্রেও নিজেদের এগিয়ে রেখেছে। সুতরাং, অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে বিষয়টির প্রতি আইসিএসবি দৃষ্টি দিতে পারে।

কর্পোরেট সংবাদ: সিএস সনদ নেওয়ার পর কর্মক্ষেত্রে প্রবেশের পূর্বে বা পরে অনেক সদস্যই মনে করেন, এখানে ৩ মাসের যে ইন্টার্ণশীপ করে রিপোর্ট দেওয়া হয়, তা কাজ শেখা ও বোঝার জন্য যথেষ্ঠ নয়-এ বিষয়ে আপনার মন্তব্য কী?
মোহাম্মদ জামান: সিএস প্রফেশনের ক্ষেত্রে ৩ মাসের ইন্টার্ণশীপ যথেষ্ট, যদি শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে আন্তরিকতা ও সদিচ্ছা থাকে। এর ব্যত্যয় হলে সময় বাড়ানো হলেও দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে হয় না।

কর্পোরেট সংবাদ: এই পেশার অনেকেই মনে করেন, সদস্যদের পেশাগত দক্ষতা ও কাজের বাস্তব জ্ঞানার্জনের জন্য ৩ মাসের ইন্টার্ণশীপের পরিবর্তে সিএ পেশার মতো আর্টিক্যালশীপ কোর্স বাধ্যতামূলক হওয়া প্রয়োজন-এ বিষয়ে আপনার মতামত কী?
মোহাম্মদ জামান: আমার মনে হয় সিএ প্রফেশনের মতো আর্টিক্যালশীপ কোর্স বাধ্যতামূলক করার সময় এখনো হয়নি। কারণ, সিএ পেশার মতো ব্যাপক পরিসরে এখনো সিএস পেশার ফার্ম গড়ে ওঠেনি, যার ফলে আর্টিক্যালসীপ কোর্স করার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে।

কর্পোরেট সংবাদ: সিএস প্রফেশনের অনেক সদস্যই মনে করেন যারা আইসিএসবিতে ক্লাস নেন তাদের কাউন্সিলে যাওয়া উচিৎ না। আবার ইনস্টিটিউটের নির্বাচিত কাউন্সিল সদস্যদেরও ক্লাশ নেওয়া ঠিক না। বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?
মোহাম্মদ জামান: ক্লাস নেওয়ার ক্ষেত্রে কাউন্সিল মেম্বার কোন বিষয় নয়। প্রয়োজন হলো স্বচ্ছতা। এখানে যে বিষয়টি বেশি দরকার, তাহলো, ক্লাস নেওয়ার ক্ষেত্রে একটি দক্ষ কমিটি তৈরি করা, যাতে তারা একটি নির্দিষ্ট পলিসি তৈরি করে সে আলোকে দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন। কোটা পদ্ধতির মাধ্যমে কমিটি নির্বাচিত করা যেতে পারে। যেমন-বিশ^বিদ্যালয় শিক্ষক ৫০ শতাংশ, সিএস মেম্বার ২০ শতাংশ, ব্যবসায়ী ও আইনজীবী ২০ শতাংশ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ১০ শতাংশ হতে পারে। এমনটি করা হলে শিক্ষার গুণগত মান আরো বেশি বৃদ্ধি পাবে বলে মনে করি।

কর্পোরেট সংবাদ: বর্তমান এবং আগামী প্রজন্ম কেন আইসিএসবিতে পড়বে ও প্রফেশনাল ডিগ্রি নিতে আসবে এ বিষয়ে আপনার কোন মূল্যায়ন ও পরামর্শ থাকলে বলবেন।
মোহাম্মদ জামান: সিএস পেশা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পেশা। বর্হি:বিশে^র সাথে সাথে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে এ পেশার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ, সরকারিভাবে এ পেশার মূল্যায়ন করা হচ্ছে। বর্তমানে কর্পোরেট সেক্টরে সুসাশন প্রতিষ্ঠায় সিএস একটি অতি আবশ্যকীয় পদ। সুতরাং, আগামী প্রজন্ম এ পেশার প্রতি আগ্রহী হবে বলে মনে করছি।

কর্পোরেট সংবাদ: সিএস প্রফেশনের যাদের চিন্তা, সময় ও অবদানের কারণে আজকের এই সম্মানজনক সিএস প্রফেশন তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
মোহাম্মদ জামান: আমি মনে করি, আইসিএসবি’র প্রতিষ্ঠাতা সদস্যদের সুতীক্ষè চিন্তা, অক্লান্ত পরিশ্রম এবং দক্ষ দিক নির্দেশনার মাধ্যমে আমরা এ পর্যায়ে আসতে পেরেছি। স্বীকৃতি পেয়েছি সরকারিভাবে। কর্পোরেট সেক্টরে সুশাসন প্রতিষ্ঠায় আইসিএসবি’র প্রতিষ্ঠাতা কাউন্সিলসহ সকল কাউন্সিল নিরলসভাবে কাজ করেছেন এবং এখনো করে চলেছেন।

পরিশেষে বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর যে সোনার বাংলার স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন বা পূরণে কাজ করছে আইসিএসবি এবং সিএস প্রফেশনের সদস্যরা।

কর্পোরেট সংবাদ: কর্পোরেট সংবাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
মোহাম্মদ জামান: আপনাকেও ধন্যবাদ। সেইসাথে ধন্যবাদ কর্পোরেট সংবাদের অগণিত পাঠকদের।

আরো পড়ুন: সিএস সনদ পাওয়ার পর পদোন্নতি পেলেন সজল কুমার

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭ হাজার ৯৬৪ জন

কর্পোরেট সংবাদ ডেস্ক: গত বছর বাংলাদেশের প্রায় ১৮ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তারা আটকে যান। তবে তাদের মধ্যে ৭ হাজার...

বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি,...

যারা ক্ষমতামুখি হয়েছেন, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে: চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিলো আমাদের জানা আছে। কেউ কেউ...

আমাকে দেখলে তো ৩০ বছরেরই মনে হয়: শাহরুখ খান

বিনোদন ডেস্ক: জন্ম ১৯৬৫ সালে। অর্থাৎ, এ বছর শেষ হওয়ার আগেই ৬০ বছরে পা দিবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক...

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী কারাগারে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে সোমবার (২৭ জানুয়ারি)...

স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে বাজারে এলো স্যামসাংয়ের ৬টি মাইক্রোওয়েভ ওভেন

কর্পোরেট ডেস্ক: বেকিং, গ্রিল সহ নানা স্টাইলের রান্না নিয়ে শৌখিন হতে এখন আর বাধা নেই, কারণ স্যামসাং সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের সবচেয়ে আধুনিক...

টানা দ্বিতীয় বার অস্ট্রেলিয়ান ওপেন জয় সিনারের

স্পোর্টস ডেস্ক : আলেক্সান্দার জেভরেভকে হতাশ করে টানা দ্বিতীয় বারের মোত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। ২৩ বছর এই ইতালিয়ান রড লেভার এরেনায়...