November 23, 2024 - 3:56 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যআগামী বাজেটে রাজস্ব ব্যবস্থাপনা জোরদার করতে হবে: সিপিডি

আগামী বাজেটে রাজস্ব ব্যবস্থাপনা জোরদার করতে হবে: সিপিডি

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আহরণ মোটেও স্বস্তির নয়। এসময় খাতটিতে ৩.১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। আগামী বাজেট প্রণয়নে সরকারকে সামষ্টিক অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

সোমবার (২৭ মার্চ) সিপিডি আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সুপারিশ প্রকাশ করছে। এসময় তিনি এসব কথা বলেন।

ফাহমিদা খাতুন বলেন, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আহরণে ৩.১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। সুতরাং আগামী ছয় মাসে রাজস্ব প্রবৃদ্ধি পজিটিভে আনা এবং লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য একটি ব্যাপক প্রচেষ্টার মধ্য দিয়ে যেতে হবে। এছাড়া মূল্য সংযোজন কর কিছুটা বাড়লেও সেখানে নিম্নধারার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একইসঙ্গে আমাদের জাতীয় উন্নয়ন ব্যয় অনেক কমেছে। এই পর্যন্ত যে অগ্রগতি হওয়ার কথা ছিলো তা হয়নি।

ফাহমিদা খাতুন বলেন, প্রতিবছর ধারাবাহিকভাবে বাজেট ঘোষণার কয়েকমাস আগে সিপিডি সুপারিশমালা প্রকাশ করে। তখন শুধুমাত্র রাজস্ব, ব্যয় এবং আয়ের বিভিন্ন পদক্ষেপের উপর মনযোগ দেই না। আমরা সামষ্টিক অর্থনীতির এবং আর্থিক কাঠামোর চিত্র তুলে ধরি। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট এমন একসময় প্রণীত হতে যাচ্ছে যখন আমাদের অর্থনীতি ও বিশ্ব অর্থনীতি ব্যাপক চ্যালেঞ্জের মুখে। তাই আমরা নাম দিয়েছি ‘ঝড়কে মোকাবেলা করা এবং ঝুঁকিকে সামাল দেওয়া’। এই আলোকেই আমাদের বাজেট সুপারিশমালা তুলে ধরা হয়েছে। এতে রাজস্ব কাঠামো, দ্রব্যমূল্য, ভর্তুকি এবং মূল্যসস্ফীতি সহ ৬টি বিষয় তুলে এনেছি।

তিনি আরও বলেন, আগামী অর্থবছরের যে বাজেট প্রণীত হতে যাচ্ছে সেটি বর্তমান সরকারের সর্বশেষ বাজেট। এই বাজেট এমন একসময় প্রণীত হতে যাচ্ছে যখন আমরা দেখছি অভ্যান্তরীণ ও বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের উন্নয়নের অনেকগুলো সূচক দুর্বল হয়ে পড়ছে।

এমন পরিস্থিতিতে সিপিডি তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের উচিৎ সামষ্টিক স্থিতিশীলতা বজায় রাখা এবং এটাকে পুনরুদ্ধার করা। অতীতে আমাদের যে অর্জন হয়েছে সেটাকে সংহত করা এবং নতুন বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমাদের প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার কোনটিকে ছাড় দিয়ে কোনটিকে গুরুত্ব দিবো তা বিবেচনা করা। কারণ একসঙ্গে আমরা দুটো অর্জন করতে পারবো না। আগামী অর্থবছরের জন্য স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একইসঙ্গে জাতীয় নির্বাচনের প্রেক্ষিতগুলো বিবেচনা করে আগামী বাজেট প্রণয়ন করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

অ্যাপেক্স ট্যানারির নতুন চেয়ারম্যন সৈয়দ নাসিম মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেডে নতুন চেয়ারম্যন হিসেবে সৈয়দ নাসিম মঞ্জুরকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পূর্বের চেয়ারম্যান রহমত উল্লাহ ব্যক্তিগত কারণ ও চলমান স্বাস্থ্যগত...

আইসিএমএবি বেস্ট কর্পোরেট পুরস্কার-২০২৩ পেল ৪৬ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অফ বাংলাদেশ (আইসিএমএবি) আজ ১৭টি বিভাগে ৪৬ টি তালিকাভুক্ত সহ বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে...

বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত: আরো ৩০...

বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহটিতে...

নতুন সিইসি ও ইসিদের শপথ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য ৪ নির্বাচন কমিশনার (ইসি) আগামীকাল রোববার দুপুরে শপথ নিচ্ছেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম...

দেশের যেসব অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : শীতের মৌসুমি বায়ু প্রবেশের পর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে।...

বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ, আরও ৬ মেডিক্যাল কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকালে বৈরুতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে...

আরও বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই সবজিতেও

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাজারে আলুর দাম আরও বেড়েছে। গত সপ্তাহে দুই দফা বেড়ে হয়েছে প্রতি কেজি ৮০ টাকা, যা আগে ছিল ৭০ টাকা। আর...