নিজস্ব প্রতিবেদক : জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি রাজধানীর খিলক্ষেতে প্রায় ১১০ কাঠা জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৫ মার্চ) যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকটির ৪১৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জমি কিনতে রেজিস্ট্রেশন, ভ্যাট, এআইটি ও অন্যান্য খরচ ছাড়া ব্যাংকটির ব্যয় হবে ১৩৭ কোটি ৫০ লাখ টাকা।
ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে জমি কিনতে পারবে।