নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানী ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানী লিমিটেডের (ডেসকো) ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকোর) দীর্ঘ মেয়াদে ”এএ-” এবং স্বল্প মেয়াদে ”এস টি-২” হিসেবে রেটিং পেয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২০২২ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৮ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং দেয়া হয়।
ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো) শেয়ার লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, ২০২১ সালে নগদ লভ্যাংশ ১০ শতাংশ, ২০২০ সালে নগদ লভ্যাংশ ১০ শতাংশ , ২০১৯ সালে নগদ লভ্যাংশ ১২ শতাংশ, ২০১৮ সালে নগদ লভ্যাংশ ১০ শতাংশ, এবং ২০১৭ সালে নগদ লভ্যাংশ ১০ শতাংশ বিনিয়োগকারীদেরকে শেয়ার করেছে।
স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত ৫ বছরের শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হলো যথাক্রমে ২০২১ সালে ৬৫.২৪ টাকা, ২০২০ সালে ৪৬.৭৬ টাকা, ২০১৯ সালে ৪৬.৩০ টাকা, ২০১৮ সালে ৪০.১৩ টাকা ও ২০১৭ সালে ৩৭.৭৮ টাকা।
কোম্পানীটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩.৭৯ শতাংশ শেয়ার, সরকারী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৭.৬৬ শতাংশ শেয়ার, বৈদেশিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.০৫ শতাংশ শেয়ার এবং বাকী ৮.৫০ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। কোম্পানির অনুমোদিত ২,০০০ কোটি মূলধন, ৩৯.৪ কোটি শেয়ার সংখ্যা নিয়ে ২০০৬ সাল থেকে ’এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।