মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতিতে কিছু সমস্যা রয়েছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল বলেন, জয়লাভ করলে ঠিক-না করলে সবকিছু ঠিক নয়। এমন সংস্কৃতির পরিবর্তন দরকার।
কক্সবাজারে শনিবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ (SCDECS) প্রকল্প কর্তৃক আয়োজিত নির্বাচন আধুনিক প্রযুক্তির ব্যবহার চ্যালেঞ্জ সমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেন।
তিনি আরো বলেন, পাশাপাশি বর্তমান সময়ে ইবিএম আরো বেশী পরীক্ষিত হয়ে গেছে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০-৮০ টি আসনে ইবিএম (EVM) এ মাধ্যমে করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন ।
নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করে লাভ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করলে নির্বাচনে ভারসাম্য সৃষ্টি হয়।
বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও গণতন্ত্রের উপরও নানা ধরণের কথা চলছে। তবে বহু বছর ধরে গণতন্ত্রের চেয়ে ভালো এবং পরীক্ষিত আর প্রকৃয়া নেই।
এবং বিগত সময়ে স্হানীয় পর্যায়ে প্রায় ৫০০ টি নির্বাচন ইভিএম (EVM) এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইভিএম নিয়ে কোন গ্রহনযোগ্য ত্রুটির কথা উঠে আসে নি এবং প্রমাণ ও পায় নি। আগামী নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ডিআইজি আনোয়ার হোসেন।
দিনব্যাপী এই কর্মশালায় নতুন-পুরাতন ভোটার, শিক্ষক, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন শ্রেণির প্রতিনিধি অংশ নেয়।