June 22, 2025 - 10:57 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআবারও ব্যাটিং বিপর্যয়, হারের মুখে বাংলাদেশ

আবারও ব্যাটিং বিপর্যয়, হারের মুখে বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : পেসার তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের মুখে ছিটকে পড়েছে সফরকারী বাংলাদেশ। টেস্ট জয়ের জন্য ম্যাচের পঞ্চম ও শেষ দিন আরও ২২৫ রান করতে হবে টাইগারদের। কিন্তু হাতে আছে মাত্র ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে তাসকিনের বোলিং তোপে ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে জয়ের জন্য ৩৩৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১০৯ রান করেছে টাইগাররা। তাসকিন বল হাতে টেস্টে প্রথমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেন। ৬৪ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।

এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান করেছিলো বাংলাদেশ। চতুর্থ দিন আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২৫ রানের সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ওভারে তাসকিনের বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ৮ রানে আউট হন মিখাইল লুইস।

১১তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তাসকিন। তৃতীয় স্লিপে মাহমুদুল হাসানের ক্যাচে ৩ রানে বিদায় নিশ্চিত হয় কেসি কার্টির।

তাসকিনের সাথে উইকেট শিকারের তালিকায় নাম তুলেন আরেক পেসার শরিফুল ইসলাম। ১২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ২৩ রানে সাজঘরে ফেরত পাঠান শরিফুল। এবারও স্লিপে ক্যাচ নেন মাহমুদুল।

৩৯ রানে ৩ উইকেট পতনের পর জুটিতে ৫০ রান যোগ করেন কাভেম হজ ও আলিক আথানাজে। হজকে লিটনের ক্যাচে পরিণত করে বাংলাদেশকে ব্রে-থ্রু এনে দেন তাসকিন। ১৫ রানে বিদায় নেন হজ।

হজের মত উইকেটে সেট হয়ে সাজঘরে ফিরেন আথানাজে। বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোর হন ৭টি চারে ৪২ রান করা আথানাজে।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রেভসকে ২ রানে বোল্ড করেন নিজের চতুর্থ উইকেট তুলে নেন তাসকিন। ৯৫ রানে ষষ্ঠ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

উইকেট পতন ঠেকিয়ে ২৪ বলে ২৯ রানের জুটি গড়েন উইকেটক্ষক জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফ। সিলভাকে ২২ রানে তাইজুল এবং আলজারিকে ১৭ রানে আউট করেন মিরাজ।

কামার জোসেফকে ৪ রানে বোল্ড করে ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নেন তাসকিন। শেষ ব্যাটার রোচকে ১২ রানে থামিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ১৫২ রানে গুটিয়ে দেন তাসকিন। ১৪.১ ওভার বল করে ৬৪ রানের বিনিময়ে ৬ উইকেট নেন তাসকিন। মিরাজের শিকার ছিলো ২টি। ৩৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পেসার রোচের তোপের মুখে পড়ে ২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসানকে শূন্যতে, দু’বার জীবন পাওয়া মোমিনুল হককে ১১ ও শাহাদাত হোসেনকে ৪ রানে শিকার করেন রোচ। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ৬ রানে থামান সিলেস।

পঞ্চম উইকেটে ৩২ বলে ৩৬ রানের জুটিতে বাংলাদেশকে চাপমুক্ত করার চেষ্টা করেন মিডল অর্ডারে লিটন দাস ও অধিনায়ক মিরাজ। লিটনকে ২২ রানে আউট করে জুটি ভাঙ্গেন শামার।

ষষ্ঠ উইকেটে জাকের আলিকে নিয়ে ৪৩ রানের জুটিতে বাংলাদেশের রান ১শ পার করেন মিরাজ। কিন্তু দিনের শেষভাগে পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে

বাংলাদেশকে হারের মুখে ঠেলে দেন সিলেস। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৪৫ রান করা মিরাজকে এবং ৪ রান করা তাইজুলকে শিকার করেন সিলেস।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে...

ইরানে হামলার পর জাতির উদ্দেশে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানে হামলাকে...

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের...

গলে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে রেকর্ড ম্যাচে ড্র করল বাংলাদেশ ও শ্রীলংকা। টেস্টের দুই ইনিংসে...

স্ত্রীর গয়না বিক্রি করে এনসিপির সমাবেশে খরচ, নেতার আবেগঘন প্রতিক্রিয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাগরিক সমাবেশ সফল করতে নিজের স্ত্রীর গয়না বিক্রি করে খরচের ব্যবস্থা করেছেন এক দলের নিবেদিতপ্রাণ সমর্থক। বিষয়টি...

এসবিএসি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি. এর ইসলামিক উইন্ডো শাখাসমূহ ও প্রধান কার্যালয়ে কর্মরত সংশ্লিষ্ট অফিসারদের নিয়ে “ইসলামিক ব্যাংকিং ও শরিয়াহ্ সচেতনতা কর্মসূচি” শীর্ষক দিনব্যাপী...

জেসমিন অ্যান্ড এসোসিয়েটসের উদ্যোগে দিনব্যাপি “কোম্পানি ফরমেশনের মাস্টার ক্লাস ৫ জুলাই, শনিবার”

বিশেষ প্রতিবেদক: কোম্পানি গঠন এবং আরজেএসসির (যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর) সংক্রান্ত বার্ষিক রিটার্ন এবং অন্যান্য প্রয়োজনীয়তা সম্পর্কে CORPORATE PROFESSIONALS’ DEVELOPMENT INITIATIVES (CPDI) শীর্ষক...

বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার অর্থ সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং আর্থিক খাতে সুশাসন ও স্থিতিশীলতা জোরদার করতে ৫০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা অনুমোদন...