November 22, 2024 - 11:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে ২ মাসে ৪২ শিশুর মৃত্যু

পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে ২ মাসে ৪২ শিশুর মৃত্যু

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে এখন এক আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস। রাজ্যজুড়ে শিশুদের মধ্যে এর সংক্রমণ বাড়ছে দ্রুত, তার সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। কলকাতার হাসপাতালগুলোর সামনে দেখা যাচ্ছে অভিভাবকদের ভিড়। প্রত্যেকের চোখে-মুখে আতঙ্কের ছাপ। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাসহ উত্তরবঙ্গেও একই দৃশ্য।

পরিসংখ্যান বলছে, রাজ্যে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত দু’মাসে অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কেবল কলকাতা শহরেই প্রাণ হারিয়েছে চারটি শিশু।

সম্প্রতি উত্তর ২৪ পরগনায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে চার বছরের একটি শিশুকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি তাকে কলকাতার বিধানচন্দ্র রায় (বি সি রায়) হাসপাতালে স্থানান্তরিত করে ভেন্টিলেশনে রাখা হয়। বুধবার ভোরে মারা গেছে শিশুটি।

বারাসাত পৌরসভার নবপল্লীর বাসিন্দা এক গৃহবধূ গত রোববার বারাসাত হাসপাতালে সন্তান জন্ম দেন। জন্মের পরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার কলকাতার বি সি রায় হাসপাতালে এনে ভেন্টিলেশনে রাখা হয় নবজাতককে। বুধবার সকালে সেও চলে যায় পরপারে।

হুগলি জেলার চুঁচুড়ার হামিদপুরের সাত মাসের একটি শিশুর শ্বাসকষ্ট ও জ্বর থাকায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বুধবার ভোরে মারা গেছে সে।

হাওড়ার বাগনানের একটি শিশুর জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট থাকায় গত ১৬ ফেব্রুয়ারি তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শিশুটিকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে তার শরীরে অ্যাডিনোভাইরাসের নমুনা মেলে। গত মঙ্গলবার মৃত্যু হয়েছে শিশুটির।

কলকাতার মতো গোটা পশ্চিমবঙ্গেই শিশুদের মধ্যে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ বাড়ছে। কলকাতায় গত পাঁচদিনে মোট ১৮ শিশুর মৃত্যু হয়েছে এর আক্রমণে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর শরীরেই জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গভীর উদ্বেগপ্রকাশ করে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

বুধবার স্বাস্থ্য সচিব বলেছেন, আমাদের কলকাতার হাসপাতালগুলোতে চাপ রয়েছে। বি সি রায় শিশু হাসপাতালে দ্বিতীয় ক্যাম্পাসে নতুন করে ৭০টি বেড চালু করা হচ্ছে। যত শিশুর মৃত্যু হচ্ছে, তাদের মধ্যে অনেকের কো-মর্বিডিটি রয়েছে। কম ওজনের সমস্যাও রয়েছে। পরিস্থিতি মোকাবিলার প্রশ্নে আমরা আত্মবিশ্বাসী। রোগীকে স্থিতিশীল করে রেফার করার বিষয়টি দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...