আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার বন্দর নগরী কালাবারে বাইকারদের একটি কার্নিভালে মদ্যপ এক ব্যক্তি ভিড়ের ওপর গাড়ি চালালে অন্তত ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ওই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লোকজনকে চাপা দেন।
একমাস ধরে চলা এই কার্নিভালে বেশ কিছু বিশেষ আয়োজন থাকে। ২০০৪ সাল থেকে শুরু এই কার্নিভাল। বলা হয়ে থাকে, ডিসেম্বরজুড়ে আফ্রিকার এটি সবচেয়ে বড় ‘স্ট্রিট পার্টি’। দেশি-বিদেশি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এই কার্নিভাল।
গত দুই বছর ধরে করোনার কারণে বাতিল হওয়ার পর এবারই প্রথম এই কার্নিভালের আয়োজন করা হয়। মঙ্গলবারের ঘটনাটি ঘটে জনপ্রিয় বাইকারদের প্যারেড চলাকালীন একটি প্রধান কার্নিভাল রুটে। যেখানে যানবাহন চলাচল বন্ধ ছিল।
এই ইভেন্টে সারাদেশের সেলিব্রিটিসহ বাইক আরোহীরা, যাদের মধ্যে অনেকে ভিন্ন সাজপোশাকে অংশ নেন।
দেশটির পুলিশ জানিয়েছে, ওই গাড়ি চালক মদ্যপ অবস্থায় ভিড়ের মাঝে গাড়ি চালিয়ে দেন। পরে তাকে আটক করা হয়েছে।
১৫ বছর বয়সী আহত এক কিশোরের বাবা জানান, বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি।
ক্রস রিভার রাজ্যের গভর্নর দুর্ঘটনার পরপরই ওই দিনের প্যারেড বাতিল ঘোষণা করেন এবং দ্রুত তদন্তের আহ্বান জানান। সূত্র: বিবিসি