তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরাবরই শীত একটু বেশি পাহাড়ি এলাকা বলেই শীত অনুভূত হয় একটু বেশি। তমধ্যে শীতার্ত ছিন্নমূল মানুষগুলো পড়েন চরম বিপাকে। তখনি হাজির হলেন ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল নিয়ে এবং বিতরণ করেন।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারসহ শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে শীতার্তদের এসব কম্বল বিতরণ করেন।
ইউএনও শহরের বিভিন্ন মার্কেটের বারান্দায় শুয়ে থাকা ভাসমান মানুষ, মার্কেটের নিরাপত্তা প্রহরী ও শহরে ঘুড়ে বেড়ানো ছিন্নমূল মানুষদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল উপহার হিসেবে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া কম্বলগুলো আমরা প্রকৃত শীতার্ত মানুষদের কাছে পৌঁছে দিতে মধ্যরাতে বেরিয়েছি।
এই কম্বলগুলো পেয়ে শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য একটু পরিত্রাণ পেলেও আমাদের এই কষ্টটুকু সাফল্য মনে করবো।