শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হিস্টোপ্যাথলজি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এক্সাম হলরুমে উক্ত ল্যাবের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কাজী আরিফ আহমেদ, বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, গাইনী বিভাগীয় প্রধান ডাঃ শঙ্কর প্রসাদ বিশ্বাস, মেডিকেল কলেজ ল্যাবরেটরি সার্ভিস’র সভাপতি ডা. অভিজিৎ গুহ, ডাঃ মো. দেলোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।
হিস্টোপ্যাথলজি ল্যাব সম্পর্কে বক্তব্য রাখেন ডাঃ শাহারিয়ার মামুন ও ডাঃ প্রভাষক সাদিক।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের আরএমও ডাঃ আহমেদ আল- মারুফ, জুনিয়র কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ সুমন কুমার দাসসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তারগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডাঃ সুতপা চ্যাটাজী ও ডাঃ আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরার শ্যামনগরের জনসভায় এ জেলার উন্নয়নে মেডিকেল কলেজসহ বিভিন্ন ঘোষণা দিয়েছিলেন। উন্নত চিকিৎসার সকল ব্যবস্থা এখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধণের মধ্য দিয়ে উন্নত চিকিৎসার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল।