November 22, 2024 - 10:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeফটো গ্যালারীঅমিতাভ-শাহরুখ-রণবীরের ‘দ্য রোমান্টিকস’-এর ট্রেলার প্রকাশ

অমিতাভ-শাহরুখ-রণবীরের ‘দ্য রোমান্টিকস’-এর ট্রেলার প্রকাশ

spot_img

বিনোদন ডেস্ক : ৩১ জানুয়ারি ঘোষণা করা হয় একটি ডকুমেন্টারি সিরিজের। যে ডকুমেন্টারি সিরিজে সেলিব্রেট করা হবে ভারতীয় ছবিতে যশ চোপড়ার লিগ্যাসিকে। মঙ্গলবার ঘোষণার পর বুধবারই ইউটিউবে প্রকাশিত হয় এই সিরিজের ট্রেলার। এই ডকু সিরিজটি পরিচালনা করছেন স্মৃতি মুন্ডারা। চার ভাগে ভাগ করা হয়েছে এই ডকু সিরিজটি, যেখানে ফিল্মমেকার যশ চোপড়ার ছবি ও তাঁর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ঐতিহ্য উদযাপন করা হবে।

অমিতাভ বচ্চন থেকে রণবীর সিং, মাধুরী দীক্ষিত থেকে ভূমি পেডনেকর, একই সিরিজে দেখা যাবে তিন প্রজন্মের স্টারদের। এমনকী এই সিরিজে বাবাকে নিয়ে কথা বলবেন পরিচালক প্রযোজক আদিত্য চোপড়াও।

আমির খান, শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে রণবীর সিং, রণবীর কাপুর, হৃতিক রোশন, কাজল, মাধুরী দীক্ষিত, রানি মুখোপাধ্যায়, জুহি চাওলা, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা সহ ৩৫ জন স্টারকে দেখা যাবে এই ডকু সিরিজে। যশ চোপড়ার টানেই এবার একই সিরিজে তারকার হাট। ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে দেখা যাবে এই ডকু সিরিজ। ইতোমধ্যেই এই ট্রেলার ইউটিউবে দেখে নিয়েছেন ৮ লক্ষেরও বেশি দর্শক। দ্য রোমান্টিকসের ট্রেলারের প্রথমেই দেখা যায়, বলিউড শব্দটার অর্থ কী তাঁদের কাছে? সেলিম খান বলছেন, এই শব্দটি তাঁর পছন্দ নয়। শব্দটি পছন্দ করেন না রণবীর কাপুরও।

ট্রেলারে দেখা যায় যশ চোপড়া ও যশরাজ ফিল্মসের তৈরি নানা ছবির কোলাজ। অভিষেক বচ্চন বলেন, ‘ওঁরা কারোর মতো হতে চায়নি’। করণ জোহর বলেন, ‘আমি প্রচুর ছবি দেখছিলাম কিন্তু আমার চোখল আটকে যায় যশ চোপড়ার ছবিতে’। অমিতাভ বলেন, ‘তখন যশ একজন তরুণ পরিচালক। অন্য রকম ছবি বানাতে চায়।’ সলমান বলেন, ‘উনি গল্প বলেছেন, অ্যাকশন দেখিয়েছেন’। আমিরের কাছে আবার যশ চোপড়া মানেই রোমান্স। শাহরুখের কথায় উঠে আসে যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার কথা। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাওয়াই ছিল যশরাজ ফিল্মসের উদ্দেশ্য।

রানি মুখোপাধ্যায় বলেন যে, যখন তিনি সিনেমায় আসেন তখন তিনি মডার্ন ইন্ডিয়ান মহিলাদের কথা বলতে চেয়েছিলেন। রানি কৃতজ্ঞ যে, তাঁর উপর ভরসা রেখেছিলেন যশ চোপড়া। তবে এই ডকু সিরিজে প্রথমবার ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে দেখা যাবে আদিত্য চোপড়াকে।

মজা করে অভিষেক বলেন, আদিত্য চোপড়া বলে কেউ নেই, এটা একটা গুজব। যদিও ট্রেলারে তাঁকে দেখা যায়নি তবে শোনা গেছে তাঁর কন্ঠ। আদিত্য বলেন, ‘হিন্দি সিনেমার থেকে বেশি আর কিছুই আমায় টানে না। যশজী একবার আমায় বলেছিলেন যে, আমাদের অস্থিত্বের একমাত্র কারণ সিনেমা।’

শাহরুখ খান বলেন, ‘সিনেমা আমাদের বিশেষ অংশ’। এই ডকু সিরিজের অন্যতম এক্সিকিউটিভ প্রোডিউসার উদয় চোপড়া। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসার দিনে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ করবে এই ডকু সিরিজ, দ্য রোমান্টিকস। সূত্র-জিনিউজ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...