আন্তর্জাতিক ডেস্ক :বিয়ের দিন ঘটে যাওয়া নানা ঘটনা দাগ হয়তো মনে থাকে সারাজীবন। তবে ছোটখাটো বিষয়গুলো ঠিকই হারিয়ে যায় স্মৃতির অতল গহ্বরে। সেগুলোকে ধরে রাখতেই অনেকে আনুষ্ঠানিকভাবে ওয়েডিং ফটোশুটের আয়োজন করেন। তাতে নানা ভঙ্গিতে তোলা ছবিগুলো হয়ে ওঠে অমূল্য সম্পদ। কিন্তু এমন একটি বিশেষ মুহূর্তে যদি কোনো বানর এসে বাগড়া দেয়, কেমন লাগবে বলুন তো!
সত্যিই এক নবদম্পতির বিয়ের ফটোশুটে বাগড়া দিয়েছিল একটি বানর ও সঙ্গে থাকা বাচ্চা। তবে খারাপ কিছু ঘটেনি। পরিস্থিতি দারুণভাবে সামলে নিয়েছিলেন নতুন বর-বউ ও ফটোগ্রাফার।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও। এর ক্যাপশনে লেখা, ‘বিশ্বাস করতে পারছি না, আমাদের ভিডিওগ্রাফাররা ফিল্মে এটি পেয়েছেন। আমরা এটি পছন্দ করেছি এবং তার পিঠে থাকা বাচ্চাটিও।’ ভিডিওর ওপরে একটি টেক্সটে লেখা, ‘পিওভি (পয়েন্ট অব ভিউ): যখন একটি বানর আপনার বিয়েতে ঢুকে পড়ে।’
ভিডিওতে দেখা যায়, নতুন বর একটি রোমান্টিক ভিডিওর জন্য তার স্ত্রীকে কোলে তুলে ঘোরাচ্ছেন। হঠাৎ একটি কৌতূহলী বানর পিঠে বাচ্চা নিয়ে ফটোশুটের স্পটে ঢুকে পড়ে। বানরটি প্রথমে কনেকে স্পর্শ করলে তিনি ভয় পেয়ে দূরে সরে আসেন। কিন্তু বর বেশ শান্তই ছিলেন। এসময় বানরটি বাচ্চাসহ বরের হাতের ওপর উঠে যায় এবং আরাম করে বসে। ভাবখানা এমন যেন সে বলতে চাচ্ছিল, ছবিতে আমিও থাকতে চাই!
তখন বর শান্তভাবে তাদের ধরে রাখেন এবং একসঙ্গে ছবি তোলার জন্য হাসিমুখে পোজ দেন। পরে নববধূও বানরের উপস্থিতিতে স্বাচ্ছন্দ্যে ছবি তোলেন এবং তাদের আদর করেন।
কিছুক্ষণ পরে দেখা যায়, নবদম্পতি তাদের ফটোশুট চালিয়ে যাচ্ছেন এবং বানরটি বাচ্চাসহ সেই দৃশ্য দেখছে।
ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পরপরই ভিডিওটি ভাইরাল হয়েছে। এ পর্যন্ত অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ পোস্টটিতে লাইক দিয়েছেন। মন্তব্য করেছেন আরও অনেকে।
এক মন্তব্যকারী লিখেছেন, ‘সে (বানর) বলছে, ‘মেয়ে, আমি (বানর) তোমার বরকে চুরি করবো’। তৃতীয় এক ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘সে অবশ্যই স্বামী খুঁজছিল এবং আপনাকে বেছে নিয়েছে। সূত্র: এনডিটিভি