পুঁজিবাজার ডেস্ক: ঈদের আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৯ কোটি ৯৮ লক্ষ ৪৯ হাজার ৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৩৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৪.৬১ পয়েন্ট বেড়ে ৫১১৭.৮১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.৭০ পয়েন্ট বেড়ে ১৮২১.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.১৩ পয়েন্ট বেড়ে ১১০৮.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ক্রিস্টাল ইন্সুঃ, বীচ হ্যাচারী, আলিফ ইন্ডা:, প্রগতি লাইফ ইন্সুঃ, রূপালি লাইফ ইন্সু:, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুড, সী পার্ল, সেন্ট্রাল ফার্মা ও ই জেনারেশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগসেী ফুটওয়্যার, এটলাস বাংলা, সমতা লেদার, গোল্ডেন জুবলি মি. ফা., গ্লোবাল হেভি, রূপালি লাইফ ইন্সু:, সেন্ট্রাল ইন্সুঃ, হাক্কানি পাল্প, শেফার্ড ইন্ডা: ও দেশ জেনারেল ইনাডা:।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং, খান ব্রাদার্স পিপি, শ্যামপুর সুগার, এফএএস ফাইন্যান্স, তৌফিকা ফুড, পিপলস লিজিং, সোনালি আঁশ, ই জেনারেশন ও আমান কটন।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৩৩৫৯৩৮৫৮৬৯৮৮.০০।