নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৭টি কোম্পানির ৭ কোটি ৯২ লক্ষ ৭২ হাজার ১৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৫ কোটি ৫৩ লক্ষ ৪৮ হাজার ৪৪৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে ৬২৯৬.২৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.০০ পয়েন্ট বেড়ে ২২৩০.৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.২৭ পয়েন্ট বেড়ে ১৩৭৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, আমরা নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিকস, মেঘনা লাইফ ইন্সুঃ, বিএসসি, সোনালি লাইফ ইন্সুঃ ও বেক্সিমকো লিঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, শাইনপুকুর সিরামিকস, প্রগতি লাইফ ইন্সুঃ, বসুন্ধরা পেপার, পপুলার লাইফ ইন্সুঃ, জেএমআই হাসপাতাল রিকুইস্টি ম্যানুঃ, ন্যাশনাল হাউজিং, সোনালি লাইফ ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ ও প্রগ্রেসিভ লাইফ ইন্সুঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনটেক লিঃ, ওরিয়ন ইনফিউশন, মেট্রো স্পিনিং, রূপালি লাইফ ইন্সুঃ, সী পার্ল বীচ, এশিয়া ইন্সুঃ, রিলায়েন্স ইন্সুঃ, গ্রীনডেল্টা ইন্সুঃ, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুঃ ও পাইওনিয়ার ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৭০২৬৯৫৬০৫০৪.০০।