আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের উত্তর গাজায় ভুলবশত নিজেদের চালানো হামলায় ট্যাঙ্কে আগুন লেগে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের সেনাবাহিনী আজ বৃহস্পতিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও বিবিসির।
খবরে বলা হয়েছে, ভুলবশত নিজেদের চালানো হামলায় ওই ট্যাঙ্কটিতে আগুন ধরে যায়। এতেই তাদের মৃত্যু হয়। গতকাল বুধবার উত্তর গাজার জাবালিয়া শহরে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের সময় এ ঘটনা ঘটে।
জামিন পেয়েও যে কারণে এখনই ছাড়া পাচ্ছেন না ইমরান খানজামিন পেয়েও যে কারণে এখনই ছাড়া পাচ্ছেন না ইমরান খান
গত সপ্তাহে হামাসের সৈন্যরা ওই এলাকা পুনরায় দখলে নিয়েছে এমন খবর শোনার পরই ইসরায়েলি সৈন্যরা সেখানে অভিযান চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
বুধবার ২০২তম ব্যাটালিয়নের প্যারাট্রোপার ব্রিগেডের ওই পাঁচ সৈন্য নিহত হওয়ার ঘটনায় তদন্তের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর হামলা শুরু করে ইসরায়েল। তারা ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে। এই অভিযান শুরুর পর এখন পর্যন্ত গাজায় ২৭৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।