আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: কোটচাঁদপুর ট্রেন লাইনের উপর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছেন জিআরপি পুলিশ।
বুধবার সকালের দিকে মৃত দেহটি উদ্ধার করা হয় নিহতের নাম মনির হেসেন (৪৫)।
মৃতদেহ সম্পর্কে মহেশপুরের যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, মনির হোসেন পাতরা ঢাকা পাড়ার মৃত মফেজ উদ্দিনের ছেলে তবে সে এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন না। বেশ কিছুদিন আগে নোয়াখালী অথবা নারানগঞ্জ থেকে এখানে এসে কোটচাদপুরে বসবাস করে আসছিলো। নিহতের বউ ও দুই মেয়ে আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বউয়ের সঙ্গে দুই বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। দুই মেয়ের মধ্যে একটা পাতরা গ্রামে থাকেন আরেকটি থাকে তার মায়ের সঙ্গে।
কোটচাদপুর স্টেশন মাস্টার ইয়াছির আরাফাত বলেন, রাতেই খবর পেয়ে ছিলাম। তবে স্থানটির নাম না জানায় লাশের সন্ধান পাওয়া যায়নি, বুধবার সকালে গেটম্যানের মাধ্যমে জানতে পারি। লাশ উদ্ধারের জন্য জিআরপি পুলিশকে জানানো হয়েছে।
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে মনির হোসেনের দ্বি-খন্ডিত মৃত উদ্ধার করা হয়েছে তদন্ত শুরু শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা।