October 9, 2024 - 8:31 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকযুদ্ধের মধ্যেই কিয়েভ গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

যুদ্ধের মধ্যেই কিয়েভ গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই মঙ্গলবার কিয়েভ সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। রুশ হামলায় কোনঠাসা হয়ে পড়া ইউক্রেনকে ভরসা দিতেই মূলত কিয়েভ গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তাস আরো জানিয়েছে, ইউক্রেনকে আরো সামরিক ও আর্থিক সহায়তার বাইডেন প্রশাসনের বার্তা নিয়েই কিয়েভ গেছেন ব্লিঙ্কেন। ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মর্তাদের সঙ্গে বৈঠকের পর এক জরুরি সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেনকে মার্কিন সমর্থনের কথা জানাতেই আমি কিয়েভ এসেছি।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরো শক্তিশালী ভূমিকা রাখতে ইউক্রেনকে আরো বেশি সামরিক ও আর্থিক সহায়তা করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে নতুন করে ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহয়তা দেয়ার ঘোষণা দিয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫০.৬ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ