মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বাস সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ১২০ জন দুস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
সংস্থার সভাপতি কাজল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বাড়ই এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মু. অলিউল ইসলাম। এছাড়াও পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাসসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তথ্য অধিদপ্তরের নিবন্ধন নম্বরঃ ৭৭
সম্পাদকীয় কার্যালয়: ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা,
সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০