January 17, 2026 - 6:28 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যরাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা কাল

রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা কাল

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: পেনশন কর্মসূচিগুলোর প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে সারা দেশে সর্বজনীন পেনশন মেলা আয়োজন করতে যাচ্ছে সরকার। প্রথম দফায় মেলা হবে বিভাগীয় পর্যায়ে। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার প্রথম মেলা বসছে রাজশাহী বিভাগে। মেলা হবে রাজশাহীর হাজি মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা গতকাল বুধবার বলেন, বিভাগীয় পর্যায়ে প্রথম মেলাটি রাজশাহীতে হচ্ছে। পরে অন্য বিভাগগুলোতেও হবে। তিনি জানান, মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শতাধিক স্টল থাকবে। এ ছাড়া কর্মশালারও আয়োজন থাকছে মেলায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। সেদিন থেকেই তা সবার জন্য উন্মুক্ত। প্রথম দিন স্কিমে অন্তর্ভুক্ত হতে ৮ হাজার মানুষ অনলাইনে নিবন্ধন করলেও পুরো প্রক্রিয়া শেষ করে চাঁদা দিয়েছিলেন মাত্র ১ হাজার ৭০০ জন।

চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন স্কিম রয়েছে। এগুলো হলো প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’।

এদিকে আগামী ১ জুলাইয়ের পর স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানে যাঁরা নতুন চাকরিতে যোগ দেবেন, তাঁদের ‘প্রত্যয়’ নামের একটি পেনশন কর্মসূচির আওতায় আসতে হবে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৩ মার্চ প্রজ্ঞাপন জারি করেছে।

পেনশন কর্মসূচি উদ্বোধনের পর প্রথম এক মাসে গ্রাহক হয়েছিলেন ১২ হাজার ৮৮৯ জন। পরের মাসে গ্রাহক হয়েছিলেন ১ হাজার ৮৩১ জন। প্রথম ৩ মাসে ১৫ হাজার ৮৫৪ জন ছিলেন মোট চাঁদা দাতা। এই সংখ্যা পাঁচ মাস পর্যন্ত এক হাজার থেকে দেড় হাজার করে বাড়ছিল। তবে ষষ্ঠ মাস থেকে চাঁদাদাতার প্রবৃদ্ধি বাড়তে থাকে।

পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত আট মাসে চার ধরনের পেনশন কর্মসূচিতে গ্রাহক হয়েছেন ৫৯ হাজার ৫৭০ জন। এর মধ্যে সর্বোচ্চ ২৮ হাজার ৭২৯ জন গ্রাহক হয়েছেন সমতা স্কিমে, আর সবচেয়ে কম ৬০২ জন গ্রাহক হন প্রবাস স্কিমে। এ ছাড়া সুরক্ষায় ১৮ হাজার ৫৭০ ও প্রগতিতে ১১ হাজার ৬৬৯ জন গ্রাহক হয়েছেন।

সব গ্রাহকের কাছ থেকে চাঁদা জমা পড়েছে ৪৪ কোটি ৮৪ লাখ টাকা। সবচেয়ে বেশি চাঁদা এসেছে প্রগতি স্কিমে, যার পরিমাণ ২২ কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকা। এ ছাড়া সুরক্ষায় ১৫ কোটি ৩২ লাখ, সমতায় ৪ কোটি ২৭ লাখ ও প্রবাসে ২ কোটি ৯৫ লাখ টাকা চাঁদা জমা পড়েছে।

সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, জেলা ও উপজেলা প্রশাসনগুলো নিজেরাও পেনশন নিয়ে কাজ করছে। কর্তৃপক্ষ তাদের প্রচারাভিযানে খুশি।

পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘পেনশন কর্মসূচি নিয়ে আমরা শুরু থেকে আশাবাদী ছিলাম। এখন আরও বেশি আশাবাদী। আর তহবিলে টাকা জমা হওয়ার পর বিনিয়োগ করতে দেরি করছি না। এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে ৪০ কোটি টাকার বেশি। ট্রেজারি বন্ডে সর্বশেষ বিনিয়োগের বিপরীতে সুদ পাওয়া যাবে ১২ দশমিক ১৫ শতাংশ।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...