October 25, 2024 - 5:26 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনডক্টরেট সম্মাননা পেলেন রামচরণ

ডক্টরেট সম্মাননা পেলেন রামচরণ

spot_img

বিনোদন ডেস্ক : তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। মেধা আর পরিশ্রমের মাধ্যমে নিজের শক্ত ক্যারিয়ার গড়েছেন এই তারকা অভিনেতা। এবার ডক্টরেট ডিগ্রি পেলেন রাম চরণ।

দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া ডটকমের তথ্য অনুসারে, ভারতের চেন্নাইয়ের ভেলস বিশ্ববিদ্যালয় রাম চরণকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। দক্ষিণী তারকা একজন সফল প্রযোজকও। সিনেমায় তার অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৩ এপ্রিল সম্মানসূচক এ ডিগ্রি গ্রহণ করেন রাম চরণ।

ভেলস বিশ্ববিদ্যালয়ের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, রাম চরণ ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং উদ্যোক্তা। ১৪ তম বার্ষিক কনভোকেশনে ভেলস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া ‘ডক্টরেট অব লিটারেচার’ ডিগ্রি গ্রহণ করেছেন রাম চরণ।

৩৯ বছর বয়সী রাম চরণ কৃতজ্ঞতা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে ‘ট্রিপল আর’খ্যাত এ অভিনেতা লেখেন, ‘ভেলস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেয়ে আমি ভীষণ আনন্দিত। চেন্নাইয়ের মানুষ এবং যারা আমার জার্নির সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’

২০০৭ সালে ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন রাম চরণ। তেলেগু ভাষার এ সিনেমায় রাম চরণ তার সহশিল্পী হিসেবে পান নেহা শর্মাকে। এটি পরিচালনা করেন পুরি জগন্নাথ। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। শুধু তাই নয়, নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন রাম চরণ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...