গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে ময়লার গাড়ীর ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে কোনাবাড়ি থানাধীন আমবাগ ঢালাই ফ্যাক্টরির সামনে দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির হলেন- মকবুল হোসেন এর ছেলে শাহজাহান মিয়া (২৮)। সে পরিবার নিয়ে বাইমাইল কাদের মার্কেট মিজান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক থাকা মৃত্যু ঘোষণা করেন।