October 7, 2024 - 5:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশনাদিয়াকে চাপা দেয়া সেই বাসচালক-হেলপার গ্রেপ্তার

নাদিয়াকে চাপা দেয়া সেই বাসচালক-হেলপার গ্রেপ্তার

spot_img

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ওই বাসটিও।

গ্রেপ্তার গাড়িচালকের নাম লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের। লিটনের বাড়ি ভোলা জেলার ইলিশা গ্রামে। আবুল খায়েরের বাড়ি ভোলার বিদুরিয়া থানায়।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। তারা রাজধানীর প্রগতি সরনিতে আসলে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নাদিয়া রাস্তায় পড়ে ওই বাসের সামনের চাকায় পিষ্ট হন। মাত্র দু’সপ্তাহ আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি।

তবে, মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।

নাদিয়ার মৃত্যুর পর ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা করা হয়।

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ