নিজস্ব প্রতিবেদক: হুন্ডির মাধ্যমে দেশে বসে একটি চক্রর সদস্যরাই বিদেশে পাচার করেছে ৪০০ কোটি টাকা। তথ্য প্রমানের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় ৪০০ কোটি টাকা পাচার করেছে একটি চক্র। অভিযান চালিয়ে এ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
আজ বিকালে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এই বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।