November 23, 2024 - 9:06 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমডিবি পরিচয়ে টাকা ছিনতাই; এখনো কোন কিনারা করতে পারেনি প্রশাসন

ডিবি পরিচয়ে টাকা ছিনতাই; এখনো কোন কিনারা করতে পারেনি প্রশাসন

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিনজন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এঘটনায় বগুড়া জেলার ভুক্তভোগী ব্যবসায়ী সজিব আহমেদ (মনির) (২৫) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় ও সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করছেন।

গত ৮ মার্চ শুক্রবার রাতে রায়গঞ্জ উপজেলার ঢাকা টু বগুড়া মহাসড়কের অভি হাইওয়ে ভিলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার ১৬ দিন পার হলেও এখনো প্রশাসন ঘটনার কোন কিনারা করতে পারেনি।

ঘটনার সাথে নাম উল্লেখ তিন জন আসামি হলেন-রায়গঞ্জ আওয়ামী যুবলীগের সভাপতি মো: মাইকেল (৩৫), রায়গঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ইলিয়াস (৩১) ও রায়গঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আলামীন (৩২) সহ আরো অঙ্গাত ছয়জন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী সজীব আহমেদ মনির উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত সাড়ে ১১টায় তিনিসহ ৪ জন প্রাইভেটকারযোগে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে ‘অভি হাইওয়ে ভিলা’ নামে এক রেস্তোরাঁয় খাবার বিরতি দেন তারা। খাওয়া শেষে ওঠার সময় মাইকেল, ইলিয়াস ও আলামিনসহ আরও ৬ জন প্রাইভেটকার ও মোটর সাইকেলযোগে এসে তাদের পথরোধ করে। তারা ডিবি পরিচয় দিয়ে জোর করে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে দেশীয় অস্ত্র ধরে তাদের কাছে থাকা ব্যবসার ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সজীব আহমেদ মনির বলেন, আমি একজন ম্যানপাওয়ার ব্যবসায়ী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর আমার দাদার বাড়ি। আমার মামা মকবুল হোসেন মুকুল সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আমি ব্যবসার টাকা নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলাম। রেস্তোরাঁর খাওয়া শেষ করে গাড়িতে ওঠার সময়ই হঠাৎ করে নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাদের আটক করে কয়েকজন। আমাদের দুজনকে মারধরও করেন তারা। পরে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো বলেন আজ ঘটনার ১৬ দিন পার হলেও এখন পর্যন্ত আসামীরা বহাল তবিয়তে রয়েছেন।’

রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. মাইকেল টাকা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে বলেন, জেলা পরিষদ নির্বাচনের আগের দিন রাতে আমরা নির্বাচনী ওয়ার্ক করে এসে হাইওয়ে ভিলায় খাচ্ছিলাম। সেখানে কিছু অপরিচিত লোক দেখে সন্দেহ হয়। তখন তাদের প্রশ্ন করি আগামীকাল নির্বাচন, আজ আপনারা এখানে কেন? এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর থেকে বেশি কিছু নয়। নির্বাচন পরে শুনি এই অভিযোগ করেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস বলেন, বিষয়টি নির্বাচন কেন্দ্রিক। উপরের নেতাদের নির্দেশে গাড়িটি থামানো হয়েছিলো। ঘটনার সময় আমাদের সাথে তাদের বাকবিতণ্ড হয়। তবে টাকা নেওয়ার কথাটি ভিত্তিহীন।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আলামীনের সাথে যোগাযোগ করা হলে তিনি তার মুঠোফোনটি রিসিভ করেনি।

এবিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, আমরা এ বিষয়ে একটি লিখিত পেয়েছি। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি’) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বলেন, প্রশাসনের পরিচয় বহন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত তদন্ত শেষে প্রকৃত সত্য উন্মোচন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...