October 8, 2024 - 10:48 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবিজিএমইএর নতুন সভাপতি এসএম মান্নান সাত সহসভাপতি নির্বাচিত

বিজিএমইএর নতুন সভাপতি এসএম মান্নান সাত সহসভাপতি নির্বাচিত

spot_img

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মান্নান।

তিনি বর্তমান সভাপতি ফারুক হাসানের স্থলাভিষিক্ত হবেন। তার নেতৃত্বাধীন পর্ষদ ২০২৪-২৬ সালে মেয়াদে দায়িত্ব পালন করবে।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বৃহস্পতিবার সংগঠনটির নতুন সভাপতিসহ সাত সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে নির্বাচিত সহসভাপতিদের মধ্যে পাঁচজনই বিদায়ী পর্ষদেও একই দায়িত্বে ছিলেন।

আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় বিজিএমইএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি দায়িত্ব নেবে।

এবার বিজিএমইএর প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিজাইন টেক্সের এমডি খন্দকার রফিকুল ইসলাম। সহসভাপতি নির্বাচিত হয়েছেন তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাছির উদ্দিন, বিটপী গ্রুপের এমডি মিরান আলী, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব এবং এইচকেসি অ্যাপারেলসের এমডি রকিবুল আলম চৌধুরী।

গত ৯ মার্চ বিজিএমইএর পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পান বিজিএমইএর বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সেহা ডিজাইন (বিডি) লিমিটেডের চেয়ারম্যান এসএম মান্নান কচির নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।

ওই দিন বিজিএমইএর পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে ৩৫টি পরিচালক প?দে ঢাকা ও চট্টগ্রামে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার ৪৯৬ ভোটারের মধ্যে ৮৯ শতাংশ বা দুই হাজার ২২৬ জন ভোট দেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এসএম মান্নানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। এই প্যানেলের ৩৫ জনই জয়ী হন। তাদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ফোরাম নামের প্যানেল।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ