December 23, 2024 - 8:04 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট ভয়েসরাজস্ব আয়ের অন্যতম পন্থা হচ্ছে ভ্যাট: কেনেথ কাং, ডেপুটি ডিরেক্টর, এশীয় ও...

রাজস্ব আয়ের অন্যতম পন্থা হচ্ছে ভ্যাট: কেনেথ কাং, ডেপুটি ডিরেক্টর, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ, আইএমএফ

spot_img

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ১২-১৩ জুলাই দুই দিনব্যাপী আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘এশিয়ায় আন্তর্জাতিক করব্যবস্থা’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা। হোটেল মুলিয়ায় অনুষ্ঠিত কর্মশালাটি শুরুর আগের দিন গত মঙ্গলবার কর্মশালার অন্যতম অতিথি আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি ডিরেক্টর কেনেথ এইচ কাং নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন কার্যকর পিছিয়ে যাওয়াসহ বাংলাদেশের অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলেছেন। 

কেনেথ কাং: ভালোই তো। সম্প্রতি দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নতির পথে পা বাড়ানো দেশ হচ্ছে বাংলাদেশ। চলতি অর্থবছরে ৭ শতাংশের বেশি মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রাক্কলন করেছে বাংলাদেশ। এই মানের অনেক দেশই এ রকম প্রাক্কলন করতে পারছে না। অবশ্যই এটি ভালো দিক। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে বলে ঘোষণা দিয়েছে। সেই প্রস্তুতির কিন্তু ঘাটতি রয়েছে।

প্রশ্ন: যেমন?

কেনেথ কাং: মধ্য আয়ের দেশ হতে গেলে বাংলাদেশকে অবশ্যই প্রতিষ্ঠানগুলোর উন্নতি করতে হবে। এগুলোকে আধুনিক করতে হবে। এগুলোয় সংস্কার আনতে হবে। সবার আগে নজর দিতে হবে করব্যবস্থায়। কর-জিডিপি হার বাংলাদেশে এখনো ১০ শতাংশের মতো। এর ফলে বাংলাদেশই বঞ্চিত থাকছে।

প্রশ্ন: তারপরও তো বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে।

কেনেথ কাং: তা হচ্ছে মানলাম। স্বাভাবিক কাজ তো কিছু হবেই। কিন্তু ওই যে বললাম মধ্য আয়ের দেশ হওয়া, সে জন্য বাংলাদেশকে অবকাঠামো খাতে অনেক বিনিয়োগ করতে হবে, সামাজিক খাতেও ব্যয় করতে হবে। টাকা আসবে কোথা থেকে? নতুন ভ্যাট আইনটা কার্যকর হয়ে গেলে ভালো একটা বিহিত হতো। সরকারও দম পেত।

প্রশ্ন: আইএমএফই তো নতুন ভ্যাট আইন প্রণয়নের কথা বলেছিল, না?

কেনেথ কাং: আমরা সব সময়ই নতুন ভ্যাট আইনটিকে অগ্রাধিকার দিয়ে আসছি। কারণ, ভ্যাট হচ্ছে রাজস্ব সংগ্রহের অন্যতম পন্থা। এ জন্য অবশ্য আরও কার্যকর কর-প্রশাসনেরও দরকার বাংলাদেশের।

প্রশ্ন: কিন্তু সরকারের দিকটিও তো দেখতে হবে। আগামী বছরের শেষ দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। গত মাসে শেষ হওয়া বাজেট অধিবেশনে শুধু বিরোধীদলীয় নয়, সরকারদলীয় সাংসদেরাও নতুন ভ্যাট আইনের কিছু দিক নিয়ে সমালোচনা করেছেন। তাঁদের যুক্তি হচ্ছে, এই আইন এই সময়ে কার্যকর হলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং সরকার জনপ্রিয়তা হারাবে।

কেনেথ কাং: রাজনৈতিক বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলব যে বাংলাদেশ সরকার বেশ কয়েক বছর ধরেই আইনটি কার্যকর করবে বলে বলে আসছিল। কী বলব, উন্নয়নের কথা যদি বাদও দিই, সামাজিক ব্যয়ের বিবেচনায়ও তো বাংলাদেশ সরকারের অনেক টাকার দরকার।

প্রশ্ন: আয়কর থেকেও তো রাজস্ব আদায় কম। ভ্যাট-আয়কর কোনোটাই বাংলাদেশ তেমন আদায় করতে পারছে না কেন?

কেনেথ কাং: আমার মনে হয়, পদ্ধতিটা খুব জটিল। বাংলাদেশের কত লোক যে করের আওতার বাইরে! মাত্র ১ শতাংশ লোকের কাছ থেকে কর আদায় হয়, ভাবা যায়! অথচ এই বাংলাদেশই মধ্য আয়ের দেশ হওয়ার পথে রয়েছে বলে বলা হচ্ছে।

প্রশ্ন: এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রাধিকার ভিত্তিতে করণীয় কী?

কেনেথ কাং: বাংলাদেশের সব নীতি প্রণয়নই এখন এসডিজি মাথায় রেখে করা উচিত। তবে বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ ও বেসরকারি খাতকে সঙ্গে রেখে সরকারকে এগোতে হবে। এ ব্যাপারে বাংলাদেশকে আইএমএফ কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে, আরও দেবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ কিন্তু ভালো করেছিল।

প্রশ্ন: বাংলাদেশের এখন কী কী পদক্ষেপ হাতে নেওয়া উচিত বলে আপনার মনে হয়?

কেনেথ কাং: বিনিয়োগ-স্বল্পতা বাংলাদেশের একটা বড় সমস্যা। এ ছাড়া এখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগে অর্থায়নের বড় অভাব। দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নের একটা বড় জায়গা হতে পারত পুঁজিবাজার। কিন্তু সেটা হয়ে উঠছে না। গত জুনে প্রকাশিত আইএমএফের আর্টিকেল ফোর মিশনের প্রতিবেদনেও আমরা এ কথাগুলো বলেছি। ব্যাংক খাতে সংস্কার আনাও জরুরি। তবে আমি আবারও বলব, কর আদায় বাড়াতে হবে। সরকার এত এত ভালো কাজ করবে ভালো কথা, ভালো কাজ করার জন্য ভালো পয়সাও তো লাগবে। নতুন ভ্যাট আইনটা যত দূর সম্ভব ভালো। এটাকে কাজে লাগানোর কথা গুরুত্বের সঙ্গে ভাবতে পারে বাংলাদেশ সরকার।

প্রশ্ন: অনেক ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

কেনেথ কাং: আপনাকেও ধন্যবাদ।

সৌজন্যে: প্রথম আলো

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায়...

খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে: বিএনপি নেতা আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরে পল্টন ময়দানে মওলানা ভাষানী শেখ মুজিবুর রহমানকে...

দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ-২০২৪ শুরু করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট

কর্পোরেট ডেস্ক: ‘সেবার প্রত্যয়ে আমরাই এগিয়ে’ এই স্লোগানে দেশব্যাপী ‘গ্রাহক সেবা সপ্তাহ- ২০২৪’ কর্মসূচী শুরু করেছে দেশের টেক জায়ান্ট ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)।...

‘ঐতিহ্য’-এর নতুন উদ্যোগ: ‘বিনামূল্যে বই নিন, বই পড়ে ফেরত দিন’

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' দীর্ঘদিন ধরে পাঠকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।...

চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া...

সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ব্যাংক হিসাবে ২৩০০ কোটি টাকার লেনদেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের নামে...

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে ঢাকার চিঠি: পররাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে...

এনার্জিপ্যাকের এজিএমে ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

কর্পোরেট ডেস্ক: আর্থিক খাতের সাম্প্রতিক অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়িক প্রবৃদ্ধির অমিত সম্ভাবনা রয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর, ২০২৪) রাজধানীর রাওয়া কনভেনশন হলে...