October 7, 2024 - 1:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিপটুয়াখালীতে মেয়র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

পটুয়াখালীতে মেয়র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

spot_img

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধী প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ এর জগ প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতে কোন এক সময় পৌর শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্ক এলাকা থেকে লঞ্চঘাট হয়ে ফৌজদারী পুল পর্যন্ত সড়কে টাঙ্গানো পোষ্টার কে বা কারা ছিড়ে ফেলেছে।

বুধবার (৬ মার্চ) সকালে লঞ্চঘাট, আদালত পাড়া, শিশুপার্ক, স্বনির্ভর সড়ক এলাকায় গিয়ে দেখা যায় এসব সড়কে জগ প্রতীকের পোষ্টার গুলো সড়কের পাশে পরে আছে, কোথাও বা স্তুপ করে রাখা হয়েছে। তবে কে বা করা এসব পোষ্টার ছিড়ে ফেলছে সে বিষয়ে কেউ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ ঘটনায় মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘একটি সুষ্ঠ প্রক্রিয়ায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার রাতে অনেক এলাকায় আমরা পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে। আমি রিটানিং অফিসারকে অবহিত করেছি। এ ধরনের কাজ যারা করেছেন তাদের বিচার জনগন করবে।’

জেলা সিনিয়র তথ্য অফিসার ও রিটানিং কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, ‘এ বিষয়ে জগ মার্কার প্রার্থী আমাকে অবহিত করেছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এবার ইভিএম এর মাধ্যমে পৌরসভার ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ